নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে দুসংবাদটা পায় বাংলাদেশ। আঙুলের চোটে পুরো সফর থেকেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আগামীকাল শেষ টি-টোয়েন্টিতে সোহানের জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে?
যদিও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে লিটন দাসের নামই বেশি শোনা যাচ্ছে। গত বছরের এপ্রিলে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে তৃতীয় টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। সিনিয়রদের ছাড়া সেবারই প্রথম কোনো ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এবারও জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি দলে সাকিব-মাহমুদউল্লাহরা ছাড়া খেলছে সফরকারীরা। প্রথম দুই টি-টোয়েন্টিতেও দারুণ ছন্দে আছেন লিটন। হারারাতে আগামীকাল তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব ওঠার কথা। দলীয় সূত্রেও এমনই আভাস মিলেছে।
সিরিজ নির্ধারনী ম্যাচে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না টিম ম্যানেজমেন্ট। টেস্ট দলে সাকিব আল হাসানের সহাকারী হিসেবে থাকা লিটনকে তাই এই মুহূর্তে সেরা সোহানের সেরা বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও আগামীকাল অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন মেহেদী হাসান মিরাজও। তবে এই সংস্করণে নিয়মিত মুখ নন এই অফ স্পিনার। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অধিনায়কের ভাবনায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন সৈকতের নামও শোনা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁকে।
সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। গতকাল পেসার হাসান মাহমুদের একটি বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সোহান। এ ধরণের চোটে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর ম্যাচে দুসংবাদটা পায় বাংলাদেশ। আঙুলের চোটে পুরো সফর থেকেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আগামীকাল শেষ টি-টোয়েন্টিতে সোহানের জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে?
যদিও শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে লিটন দাসের নামই বেশি শোনা যাচ্ছে। গত বছরের এপ্রিলে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডে তৃতীয় টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার। সিনিয়রদের ছাড়া সেবারই প্রথম কোনো ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এবারও জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি দলে সাকিব-মাহমুদউল্লাহরা ছাড়া খেলছে সফরকারীরা। প্রথম দুই টি-টোয়েন্টিতেও দারুণ ছন্দে আছেন লিটন। হারারাতে আগামীকাল তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব ওঠার কথা। দলীয় সূত্রেও এমনই আভাস মিলেছে।
সিরিজ নির্ধারনী ম্যাচে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না টিম ম্যানেজমেন্ট। টেস্ট দলে সাকিব আল হাসানের সহাকারী হিসেবে থাকা লিটনকে তাই এই মুহূর্তে সেরা সোহানের সেরা বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। যদিও আগামীকাল অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন মেহেদী হাসান মিরাজও। তবে এই সংস্করণে নিয়মিত মুখ নন এই অফ স্পিনার। সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অধিনায়কের ভাবনায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন সৈকতের নামও শোনা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাঁকে।
সোহান চোটে পড়ায় আপাতত কোনো বিকল্প খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। গতকাল পেসার হাসান মাহমুদের একটি বল ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে ব্যথা পান সোহান। এ ধরণের চোটে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে