নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোট নিয়ে এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ঝুঁকি বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডের পর তানজিম হাসান সাকিবকেও সিরিজের পরের দুই ওয়ানডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এর মধ্যেই আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের অসুস্থতা। শেষ ওয়ানডের দলে আছেন তাসকিন। কিন্তু আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি এই পেসারকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পেট খারাপ করেছে তাসকিনের। শেষ ম্যাচে খেলবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।
বিসিবির চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, তাসকিনের ফুড পয়জনিং কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে তাসকিনের পেট খারাপ হয়েছে এটা জানিয়েছেন। তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। তাঁরা আশা করছেন আজই হয়তো ঠিক হয়ে যাবেন তাসকিন। তবে খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবেন তিনি।
আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাসকিন, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।
চোট নিয়ে এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ঝুঁকি বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডের পর তানজিম হাসান সাকিবকেও সিরিজের পরের দুই ওয়ানডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এর মধ্যেই আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের অসুস্থতা। শেষ ওয়ানডের দলে আছেন তাসকিন। কিন্তু আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি এই পেসারকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পেট খারাপ করেছে তাসকিনের। শেষ ম্যাচে খেলবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।
বিসিবির চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, তাসকিনের ফুড পয়জনিং কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে তাসকিনের পেট খারাপ হয়েছে এটা জানিয়েছেন। তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। তাঁরা আশা করছেন আজই হয়তো ঠিক হয়ে যাবেন তাসকিন। তবে খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবেন তিনি।
আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাসকিন, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে