Ajker Patrika

জরিমানা গুনলেন কলকাতা অধিনায়ক রানা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০: ৩৭
Thumbnail image

ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল এক খারাপ দিনই কাটিয়েছেন নীতিশ রানা। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তার ওপর জরিমানা করা হয়েছে কলকাতা অধিনায়ককে। 

কলকাতার ব্যাটিং ইনিংসের নবম ওভারের ঘটনা। হৃতিক শোকিনের করা ওভারের প্রথম বলে আউট হয়েছেন রানা। রানাকে উদ্দেশ্য করে কিছু বলেন শোকিন। তাতে খেপে যান কলকাতা অধিনায়ক। শোকিনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান কলকাতার এই বাঁহাতি ব্যাটার। বাগ্‌বিতণ্ডায় জড়ানোয় রানার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইপিএলের আচরণবিধির অনুচ্ছেদ ২.২১-এর অধীনে লেভেল ওয়ান ভাঙায় এই শাস্তি দেওয়া হয়েছে। কলকাতা অধিনায়ক পরে অবশ্য ভুল স্বীকার করে নিয়েছেন। শোকিনকেও তিরস্কার করা হয়েছে। 

জরিমানা গুনেছেন সূর্যকুমার যাদব। তাঁর ঘটনা রানার মতো নয়। ধীর গতির বোলিংয়ের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ১৫ লাখ ৭০ হাজার টাকা। রোহিত শর্মা অসুস্থ থাকায় শুরুর একাদশে ছিলেন না। অধিনায়কত্ব করেছিলেন সূর্যকুমার। ভারতীয় এই ব্যাটার অবশ্য ‘দমকল’ হিসেবে কাজ করেছিলেন। রানা-শোকিনের ঝগড়া থামাতে এগিয়ে এসেছিলেন সূর্যকুমার ও পীযুশ চাওলা। 

গতকাল প্রথমে ব্যাটিংয়ে নেমে কলকাতা করেছিল ৬ উইকেটে ১৮৫ রান। আর মুম্বাই ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায়। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এবারের আইপিএলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে আছে কলকাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত