ক্রীড়া ডেস্ক
নিজের কঠিন সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যশ দয়াল। এবারের আইপিএলে বেশ ছন্দেও আছেন। গতকালই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন।
এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য দয়ালের প্রশংসাই করার কথা ধারাভাষ্যকারদের। কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ভিন্ন কিছু করলেন মুরালি কার্তিক। বেঙ্গালুরুর বাঁহাতি পেসারকে আবর্জনা বলে সম্বোধন করেছেন তিনি। যার জন্য এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের সাবেক স্পিনার।
গতকাল পাঞ্জাবের বিপক্ষে দয়ালের তৃতীয় ওভার শেষে কার্তিক বলেছেন, ‘এক দলের আবর্জনা এখন আরেক দলের সম্পদ।’ তাঁর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। সামাজিক মাধ্যমে কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত লিখেছেন, ‘আপনি কীভাবে বলতে পারেন এক দলের আবর্জনা, আরেক দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন। কিভাবে?’
কার্তিককেই আবর্জনা বলেছেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপক, সঞ্চালক বা ধারাভাষ্যকার হিসেবে মুরালি কার্তিককে মানায় না। এমনকি তিনি ভুল না করে পুরস্কারও দিতে পারেন না, প্রায়ই ক্রিকেটারদের নাম ভুল করেন এবং নারী খেলোয়াড়দের অজ্ঞ মনে করেন। যদি এমন কেউ আবর্জনা থেকেই থাকে তাহলে সেটা কেবল তিনি এবং তিনিই!’
কার্তিকের এমন মন্তব্যের জবাব দিয়েছে বেঙ্গালুরুও। দয়ালের ছবি দিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে বিরাট কোহলির দল লিখেছে, ‘সে আমাদের সম্পদ। ঘটনাটা এখনেই শেষ হোক।’
সবশেষ আইপিএলে শেষ ওভারে রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খেয়ে খলনায়ক বনে গিয়েছিলেন যশ দয়াল। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় গুজরাট টাইটানসের পেসার। মানসিকভাবেও কিছুদিন বিপর্যস্ত ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন দয়াল। সেই ঘটনাকে ইঙ্গিত করেই দয়ালের সমালোচনা করেছিলেন কার্তিক।
নিজের কঠিন সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যশ দয়াল। এবারের আইপিএলে বেশ ছন্দেও আছেন। গতকালই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন।
এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য দয়ালের প্রশংসাই করার কথা ধারাভাষ্যকারদের। কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ভিন্ন কিছু করলেন মুরালি কার্তিক। বেঙ্গালুরুর বাঁহাতি পেসারকে আবর্জনা বলে সম্বোধন করেছেন তিনি। যার জন্য এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের সাবেক স্পিনার।
গতকাল পাঞ্জাবের বিপক্ষে দয়ালের তৃতীয় ওভার শেষে কার্তিক বলেছেন, ‘এক দলের আবর্জনা এখন আরেক দলের সম্পদ।’ তাঁর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। সামাজিক মাধ্যমে কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত লিখেছেন, ‘আপনি কীভাবে বলতে পারেন এক দলের আবর্জনা, আরেক দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন। কিভাবে?’
কার্তিককেই আবর্জনা বলেছেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপক, সঞ্চালক বা ধারাভাষ্যকার হিসেবে মুরালি কার্তিককে মানায় না। এমনকি তিনি ভুল না করে পুরস্কারও দিতে পারেন না, প্রায়ই ক্রিকেটারদের নাম ভুল করেন এবং নারী খেলোয়াড়দের অজ্ঞ মনে করেন। যদি এমন কেউ আবর্জনা থেকেই থাকে তাহলে সেটা কেবল তিনি এবং তিনিই!’
কার্তিকের এমন মন্তব্যের জবাব দিয়েছে বেঙ্গালুরুও। দয়ালের ছবি দিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে বিরাট কোহলির দল লিখেছে, ‘সে আমাদের সম্পদ। ঘটনাটা এখনেই শেষ হোক।’
সবশেষ আইপিএলে শেষ ওভারে রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খেয়ে খলনায়ক বনে গিয়েছিলেন যশ দয়াল। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় গুজরাট টাইটানসের পেসার। মানসিকভাবেও কিছুদিন বিপর্যস্ত ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন দয়াল। সেই ঘটনাকে ইঙ্গিত করেই দয়ালের সমালোচনা করেছিলেন কার্তিক।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৮ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৯ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৪ ঘণ্টা আগে