নিজের কঠিন সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যশ দয়াল। এবারের আইপিএলে বেশ ছন্দেও আছেন। গতকালই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন।
এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য দয়ালের প্রশংসাই করার কথা ধারাভাষ্যকারদের। কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ভিন্ন কিছু করলেন মুরালি কার্তিক। বেঙ্গালুরুর বাঁহাতি পেসারকে আবর্জনা বলে সম্বোধন করেছেন তিনি। যার জন্য এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের সাবেক স্পিনার।
গতকাল পাঞ্জাবের বিপক্ষে দয়ালের তৃতীয় ওভার শেষে কার্তিক বলেছেন, ‘এক দলের আবর্জনা এখন আরেক দলের সম্পদ।’ তাঁর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। সামাজিক মাধ্যমে কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত লিখেছেন, ‘আপনি কীভাবে বলতে পারেন এক দলের আবর্জনা, আরেক দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন। কিভাবে?’
কার্তিককেই আবর্জনা বলেছেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপক, সঞ্চালক বা ধারাভাষ্যকার হিসেবে মুরালি কার্তিককে মানায় না। এমনকি তিনি ভুল না করে পুরস্কারও দিতে পারেন না, প্রায়ই ক্রিকেটারদের নাম ভুল করেন এবং নারী খেলোয়াড়দের অজ্ঞ মনে করেন। যদি এমন কেউ আবর্জনা থেকেই থাকে তাহলে সেটা কেবল তিনি এবং তিনিই!’
কার্তিকের এমন মন্তব্যের জবাব দিয়েছে বেঙ্গালুরুও। দয়ালের ছবি দিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে বিরাট কোহলির দল লিখেছে, ‘সে আমাদের সম্পদ। ঘটনাটা এখনেই শেষ হোক।’
সবশেষ আইপিএলে শেষ ওভারে রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খেয়ে খলনায়ক বনে গিয়েছিলেন যশ দয়াল। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় গুজরাট টাইটানসের পেসার। মানসিকভাবেও কিছুদিন বিপর্যস্ত ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন দয়াল। সেই ঘটনাকে ইঙ্গিত করেই দয়ালের সমালোচনা করেছিলেন কার্তিক।
নিজের কঠিন সময়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যশ দয়াল। এবারের আইপিএলে বেশ ছন্দেও আছেন। গতকালই যেমন পাঞ্জাব কিংসের বিপক্ষে পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন।
এমন দুর্দান্ত বোলিংয়ের জন্য দয়ালের প্রশংসাই করার কথা ধারাভাষ্যকারদের। কিন্তু ধারাভাষ্যকক্ষ থেকে ভিন্ন কিছু করলেন মুরালি কার্তিক। বেঙ্গালুরুর বাঁহাতি পেসারকে আবর্জনা বলে সম্বোধন করেছেন তিনি। যার জন্য এখন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের সাবেক স্পিনার।
গতকাল পাঞ্জাবের বিপক্ষে দয়ালের তৃতীয় ওভার শেষে কার্তিক বলেছেন, ‘এক দলের আবর্জনা এখন আরেক দলের সম্পদ।’ তাঁর এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটাঙ্গনে এখন ঝড় বইছে। সামাজিক মাধ্যমে কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালক দানিশ সেইত লিখেছেন, ‘আপনি কীভাবে বলতে পারেন এক দলের আবর্জনা, আরেক দলের সম্পদ? যশ দয়ালকে অন এয়ার আপনি আবর্জনা বললেন। কিভাবে?’
কার্তিককেই আবর্জনা বলেছেন সামাজিক মাধ্যম এক্স ব্যবহারকারী এক নেটিজেন। তিনি লিখেছেন, ‘উপস্থাপক, সঞ্চালক বা ধারাভাষ্যকার হিসেবে মুরালি কার্তিককে মানায় না। এমনকি তিনি ভুল না করে পুরস্কারও দিতে পারেন না, প্রায়ই ক্রিকেটারদের নাম ভুল করেন এবং নারী খেলোয়াড়দের অজ্ঞ মনে করেন। যদি এমন কেউ আবর্জনা থেকেই থাকে তাহলে সেটা কেবল তিনি এবং তিনিই!’
কার্তিকের এমন মন্তব্যের জবাব দিয়েছে বেঙ্গালুরুও। দয়ালের ছবি দিয়ে নিজেদের এক্স অ্যাকাউন্টে বিরাট কোহলির দল লিখেছে, ‘সে আমাদের সম্পদ। ঘটনাটা এখনেই শেষ হোক।’
সবশেষ আইপিএলে শেষ ওভারে রিংকু সিংয়ের কাছে ৫ ছক্কা খেয়ে খলনায়ক বনে গিয়েছিলেন যশ দয়াল। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন সে সময় গুজরাট টাইটানসের পেসার। মানসিকভাবেও কিছুদিন বিপর্যস্ত ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন দয়াল। সেই ঘটনাকে ইঙ্গিত করেই দয়ালের সমালোচনা করেছিলেন কার্তিক।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে