ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া সিরিজটা দারুণ খেলেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে আট ম্যাচের সাতটিতেই নিউজিল্যান্ড জিতেছে। দুর্দান্ত এক সিরিজের পর পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
পাকিস্তান-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজ শেষ হয়েছে এ সপ্তাহের শনিবার। সিরিজ শেষ হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, সাদা বলে কিউইদের কোচিং করানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্টিড। এক বিবৃতিতে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘সফর থেকে আপাতত দূরে সরে থাকতে চাইছি। কম অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়ে মৌসুমটা শেষ করার দিকেই মনোযোগ দিয়েছিলাম। গত ছয়-সাত মাসে অনেক ব্যস্ত সময় গেছে। সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট চলছে।’
সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করায় স্টিডের সামনে রইল শুধুই টেস্ট। তবে নিউজিল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলেননি তিনি। কিউইদের প্রধান কোচ বলেন, ‘এখন আমার বিকল্প যা আছে, তা নিয়ে মূল্যায়ন করতে চাই। তবে মনে হচ্ছে কোচিং করানোর মতো কিছু ব্যাপার এখনো বাকি রয়েছে। যদিও সেটা সব সংস্করণে প্রধান কোচ হিসেবে নয়। আমার স্ত্রী, পরিবার ও অন্যান্য সদস্যের সঙ্গে আগামী মাসে এ ব্যাপারে আলোচনা করার সুযোগটা বেশি পাব। টেস্টের কোচ হিসেবে পুনরায় আবেদন করব কি না, সেটা তখন আরও ভালো বলতে পারব।’
মাইক হেসনের পদত্যাগের পর ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব প্রথমবারের মতো পান স্টিড। পরবর্তীতে স্টিড ২০২০ ও ২০২৩ সালে দুই দফা চুক্তি নবায়ন করেন। তাঁর বর্তমান চুক্তি শেষ হচ্ছে এ বছরের জুনে। সাদা বলের ক্রিকেটে স্টিডের প্রতিদ্বন্দ্বী কারা হতে পারেন, নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’ আজ এক প্রতিবেদনে ধারণা দিয়েছে। কিউইদের সীমিত ওভারের ক্রিকেটে লুক রনচি, শেন জার্গেনসেন, পিটার ফুলটন কোচ হতে পারেন। জার্গেনসেন বাংলাদেশ দলেরও কোচ ছিলেন। নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।
স্টিডের অধীনে ২০২১ সালে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সীমিত ওভারের ক্রিকেটে এই তিন আইসিসি ইভেন্টের ফাইনাল কিউইরা খেলেছে তাঁর অধীনে। তিনটিতেই রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টাই হওয়া ফাইনাল বাউন্ডারির হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের কাঁদায় অস্ট্রেলিয়া। আর এ বছরের ৯ মার্চ ব্ল্যাকক্যাপসদের হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।
আরও পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া সিরিজটা দারুণ খেলেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে আট ম্যাচের সাতটিতেই নিউজিল্যান্ড জিতেছে। দুর্দান্ত এক সিরিজের পর পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
পাকিস্তান-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজ শেষ হয়েছে এ সপ্তাহের শনিবার। সিরিজ শেষ হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, সাদা বলে কিউইদের কোচিং করানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্টিড। এক বিবৃতিতে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘সফর থেকে আপাতত দূরে সরে থাকতে চাইছি। কম অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়ে মৌসুমটা শেষ করার দিকেই মনোযোগ দিয়েছিলাম। গত ছয়-সাত মাসে অনেক ব্যস্ত সময় গেছে। সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট চলছে।’
সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করায় স্টিডের সামনে রইল শুধুই টেস্ট। তবে নিউজিল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলেননি তিনি। কিউইদের প্রধান কোচ বলেন, ‘এখন আমার বিকল্প যা আছে, তা নিয়ে মূল্যায়ন করতে চাই। তবে মনে হচ্ছে কোচিং করানোর মতো কিছু ব্যাপার এখনো বাকি রয়েছে। যদিও সেটা সব সংস্করণে প্রধান কোচ হিসেবে নয়। আমার স্ত্রী, পরিবার ও অন্যান্য সদস্যের সঙ্গে আগামী মাসে এ ব্যাপারে আলোচনা করার সুযোগটা বেশি পাব। টেস্টের কোচ হিসেবে পুনরায় আবেদন করব কি না, সেটা তখন আরও ভালো বলতে পারব।’
মাইক হেসনের পদত্যাগের পর ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব প্রথমবারের মতো পান স্টিড। পরবর্তীতে স্টিড ২০২০ ও ২০২৩ সালে দুই দফা চুক্তি নবায়ন করেন। তাঁর বর্তমান চুক্তি শেষ হচ্ছে এ বছরের জুনে। সাদা বলের ক্রিকেটে স্টিডের প্রতিদ্বন্দ্বী কারা হতে পারেন, নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’ আজ এক প্রতিবেদনে ধারণা দিয়েছে। কিউইদের সীমিত ওভারের ক্রিকেটে লুক রনচি, শেন জার্গেনসেন, পিটার ফুলটন কোচ হতে পারেন। জার্গেনসেন বাংলাদেশ দলেরও কোচ ছিলেন। নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।
স্টিডের অধীনে ২০২১ সালে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—সীমিত ওভারের ক্রিকেটে এই তিন আইসিসি ইভেন্টের ফাইনাল কিউইরা খেলেছে তাঁর অধীনে। তিনটিতেই রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টাই হওয়া ফাইনাল বাউন্ডারির হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় নিউজিল্যান্ডের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের কাঁদায় অস্ট্রেলিয়া। আর এ বছরের ৯ মার্চ ব্ল্যাকক্যাপসদের হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত।
আরও পড়ুন:
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৫ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৬ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৭ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৮ ঘণ্টা আগে