Ajker Patrika

মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা থাকলেও নেই সাকিব-লিটন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০: ২১
Thumbnail image

সাকিব আল হাসান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান—তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। যেখানে সাকিব ও লিটন ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে আর দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজুর রহমান। এই তিন ক্রিকেটারের মধ্যে ড্রাফটে আছেন শুধু মোস্তাফিজ। সাকিব ও লিটন বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নাম নেই ড্রাফটে। 

এবারের আইপিএলের ড্রাফটে আছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। ছয় ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। তাসকিন, মিরাজ, শরীফুল—এই তিন বাংলাদেশি ক্রিকেটার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই খেলছেন। হাসান খেলছেন সীমিত ওভারের ক্রিকেটে। আর মাহমুদউল্লাহ এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই। 

১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে ২০২৪ আইপিএলের নিলাম। আইপিএল নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার। যার মধ্যে ৮৩০ ক্রিকেটার ভারতীয় ও বিদেশি ক্রিকেটার ৩৩৬ জন। ১১৬৬ ক্রিকেটারের মধ্যে ২১২ ক্রিকেটার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন। ৯০৯ ক্রিকেটারের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৪৫ ক্রিকেটার হচ্ছেন আইসিসির সহযোগী দেশের। ভারতীয়দের মধ্যে ১৮ ক্রিকেটার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। তার মধ্যে হার্শাল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর, উমেশ যাদব—এই চার ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি (২ কোটি ৬৫ লাখ টাকা)। বাকি ১৪ ভারতীয় ক্রিকেটারের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি (৬৬ লাখ ২৬ হাজার টাকা)। 

২০২২, ২০২৩ আইপিএলের মতো ২০২৪ আইপিএলও খেলবে ১০ দল। ১০ দল নিতে পারবে ৭৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৩০ ক্রিকেটার হলেন বিদেশি। বিদেশিদের মধ্যে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড বিশ্বকাপজয়ী তিন অজি ক্রিকেটারের ভিত্তিমূল্য ২ কোটি রুপি (২ কোটি ৬৫ লাখ টাকা)। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ভিত্তিমূল্যও ২ কোটি ৬৫ লাখ টাকা। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটাররাও আইপিএল নিলামে নাম লিখিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত