Ajker Patrika

এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সেরা পারফরমারদের একজন আফিফ হোসেন। ধারাবাহিক পারফ্রম্যান্সের পুরস্কারই পেলেন এই বাঁহাতি ব্যাটার। এবারের এশিয়া কাপের দলে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে থাকবেন আফিফ। এই সংস্করণে আগামী বিশ্বকাপ পর্যন্ত সাকিবের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। তখন অবশ্য সহ-অধিনায়ক ঘোষণা করা হয়নি। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার এখন পর্যন্ত ৪৭ টি-টোয়েন্টি খেলেছেন। ১১৮.১০ স্ট্রাইক রেটে তাঁর রান ৬৯৮। অফ স্পিনে ১৬ ইনিংসে উইকেট নিয়েছেন ৮টি।

আফিফকে সহঅধিনায়ক করে এ নিয়ে দুই সংস্করণে এ দায়িত্ব দিল বিসিবি। এর আগে তিন সংস্করণেই বেশ লম্বা সময় সহ অধিনায়ক ছাড়াই চলেছে বাংলাদেশ। গত জুনে সাকিবকে টেস্ট অধিনায়ক করার সময় ওই সংস্করণে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। ওয়ানডেতে অবশ্য তামিম ইকবালের ডেপুটি নেই।

এশিয়া কাপে এখনো মাঠে নামেনি বাংলাদেশ। আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত