সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি।
আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী।
এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।
সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি।
আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী।
এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৫ ঘণ্টা আগে