ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় প্রায়ই বিদ্রুপের শিকার হয়ে থাকেন বাবর আজম। এমনকি দর্শকদের ‘জিম্বাবর’ ডাক শুনে বাবরকে খেপে যেতেও দেখা গেছে। তবে তারকা ক্রিকেটাররা যে সমালোচনার জবাব দেন মাঠের পারফরম্যান্সেই। বাবরও তার ব্যতিক্রম হবেন কেন?
পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আগে থেকেই শীর্ষস্থান দখলে নিয়েছেন বাবর। ২০২৪ পিএসএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখে রান করছেন পাল্লা দিয়ে। নেতৃত্ব দিচ্ছেন পেশোয়ার জালমিকে। চলতি পিএসএলে এখনো পর্যন্ত ১০ ম্যাচে ৫৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর, যেখানে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৬ রান করে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। ২০২৪ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫৩.০৫ গড় ও ১৩৫.০৯ স্ট্রাইকরেটে করেন ১০০৮ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ১০ ফিফটি। পাকিস্তান, বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও পিএসএলের পেশোয়ার জালমি—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার খেলেছেন রিজওয়ান।
বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে রাসি ফন ডার ডাসেন। ২০ ম্যাচে ৪৭.৬২ গড় ও ১৫২.৪ স্ট্রাইক রেটে ডাসেন করেন ৭৬২ রান। ডাসেন খেলেছেন তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বাবরের সতীর্থ রিজওয়ান এই তালিকায় রয়েছেন চারে।
২০২৪ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশ্য বাবর ও রিজওয়ান প্রতিপক্ষ। রিজওয়ান এবার মুলতান সুলতানসের অধিনায়ক। রিজওয়ানের সামনেই তাঁর এক রেকর্ডে গতকাল ভাগ বসিয়েছেন বাবর। পিএসএলের ইতিহাসে এক মৌসুমে ৫০০ বা তার বেশি রানের কীর্তি বাবর ও রিজওয়ান করেছেন তিনবার করে। এর আগে ২০২১ ও ২০২৩ পিএসএলে ৫৫৪ ও ৫২১ রান করেন বাবর। ২০২১, ২০২২, ২০২৩ পিএসএলে টানা তিন মৌসুমেই ৫০০ বা তার বেশি রান করেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ সালে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
রান
বাবর আজম ১০০৮
রাসি ফন ডার ডাসেন ৭৬২
জেমস ভিনস ৭০৭
মোহাম্মদ রিজওয়ান ৬৫০
রায়ান রিকেলটন ৬৪৯
ধারাবাহিক পারফরম্যান্স করতে না পারায় প্রায়ই বিদ্রুপের শিকার হয়ে থাকেন বাবর আজম। এমনকি দর্শকদের ‘জিম্বাবর’ ডাক শুনে বাবরকে খেপে যেতেও দেখা গেছে। তবে তারকা ক্রিকেটাররা যে সমালোচনার জবাব দেন মাঠের পারফরম্যান্সেই। বাবরও তার ব্যতিক্রম হবেন কেন?
পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আগে থেকেই শীর্ষস্থান দখলে নিয়েছেন বাবর। ২০২৪ পিএসএলেও সেই ধারাবাহিকতা বজায় রেখে রান করছেন পাল্লা দিয়ে। নেতৃত্ব দিচ্ছেন পেশোয়ার জালমিকে। চলতি পিএসএলে এখনো পর্যন্ত ১০ ম্যাচে ৫৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর, যেখানে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের বিপক্ষে ৪৬ রান করে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। ২০২৪ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর। এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫৩.০৫ গড় ও ১৩৫.০৯ স্ট্রাইকরেটে করেন ১০০৮ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ১০ ফিফটি। পাকিস্তান, বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও পিএসএলের পেশোয়ার জালমি—এই তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে এবার খেলেছেন রিজওয়ান।
বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে রাসি ফন ডার ডাসেন। ২০ ম্যাচে ৪৭.৬২ গড় ও ১৫২.৪ স্ট্রাইক রেটে ডাসেন করেন ৭৬২ রান। ডাসেন খেলেছেন তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। বাবরের সতীর্থ রিজওয়ান এই তালিকায় রয়েছেন চারে।
২০২৪ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশ্য বাবর ও রিজওয়ান প্রতিপক্ষ। রিজওয়ান এবার মুলতান সুলতানসের অধিনায়ক। রিজওয়ানের সামনেই তাঁর এক রেকর্ডে গতকাল ভাগ বসিয়েছেন বাবর। পিএসএলের ইতিহাসে এক মৌসুমে ৫০০ বা তার বেশি রানের কীর্তি বাবর ও রিজওয়ান করেছেন তিনবার করে। এর আগে ২০২১ ও ২০২৩ পিএসএলে ৫৫৪ ও ৫২১ রান করেন বাবর। ২০২১, ২০২২, ২০২৩ পিএসএলে টানা তিন মৌসুমেই ৫০০ বা তার বেশি রান করেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৪ সালে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক
রান
বাবর আজম ১০০৮
রাসি ফন ডার ডাসেন ৭৬২
জেমস ভিনস ৭০৭
মোহাম্মদ রিজওয়ান ৬৫০
রায়ান রিকেলটন ৬৪৯
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে