ক্রীড়া ডেস্ক
কোনো উইকেট ছাড়াই নিউজিল্যান্ডের রান ছাড়াল ৪৯। ব্যাটিং বান্ধব উইকেটে কীভাবে ব্যাট করতে হয় সেটা যেন বাংলাদেশকে শেখানোর চেষ্টায় কিউই ব্যাটাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক দল বাংলাদেশি দর্শক তখন শুকনো মুখে দ্রুত ম্যাচের শেষ দেখার অপেক্ষায়।
মাত্র ৩৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য কত দ্রুত ছোঁয়া যায় সেই প্রতিযোগিতায় যেন নেমেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৯ ওভার শেষে রান তুললেন ৪৮। কিন্তু দশম ওভারে টানা দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে মিরপুরে ঝিমিয়ে থাকা দর্শকদের জাগিয়ে তুললেন পেসার শরীফুল ইসলাম। ধুঁকতে থাকা বাংলাদেশকে দিলেন লড়াইয়ের কিঞ্চিৎ আশা!
দশম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে কে ফিরিয়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী লড়াই থামান শরীফুল। দৈহিক গড়নে লম্বা অ্যালেনকে বেশ ভালোই এক শর্ট বল দেন শরীফুল। সেই বলকে পুল খেলতে গিয়ে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে ২৮ রানে থামেন অ্যালেন।
শরীফুলের পরের উইকেটটি যেন এক কথায় দুর্দান্ত। অভিষিক্ত ডিন ফক্সক্রফট তাঁর বাকিটা জীবন হয়তো মনে রাখবেন শরীফুলের সেই বিষ মাখানো সুইং। মাঝ স্টাম্প বরাবর করা শরীফুলের বলে হালকা টার্ন। নড়বড়ে ফক্সক্রফট প্রতিরোধের সুযোগই পেলেন না। প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ ডানহাতি ফক্সক্রফটের।
হ্যাটট্রিকটা হয়তো পেয়েই যেতে পারতেন শরীফুল। বল হেনরি নিকোলসের ব্যাট ছুঁয়েছে কিনা তা নিয়ে বড় আবেদন তুললেন বাংলাদেশি ফিল্ডাররা তবে আম্পায়ার সাড়া দেননি। হ্যাটট্রিক হয়নি শরীফুলের।
দ্রুত দুই উইকেট হারালেও সেই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড।। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে দুই উইকেটে ৭০ রান তুলেছে কিউইরা।
কোনো উইকেট ছাড়াই নিউজিল্যান্ডের রান ছাড়াল ৪৯। ব্যাটিং বান্ধব উইকেটে কীভাবে ব্যাট করতে হয় সেটা যেন বাংলাদেশকে শেখানোর চেষ্টায় কিউই ব্যাটাররা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক দল বাংলাদেশি দর্শক তখন শুকনো মুখে দ্রুত ম্যাচের শেষ দেখার অপেক্ষায়।
মাত্র ৩৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের ১৭২ রানের লক্ষ্য কত দ্রুত ছোঁয়া যায় সেই প্রতিযোগিতায় যেন নেমেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। ৯ ওভার শেষে রান তুললেন ৪৮। কিন্তু দশম ওভারে টানা দুই বলে দুই ব্যাটারকে ফিরিয়ে মিরপুরে ঝিমিয়ে থাকা দর্শকদের জাগিয়ে তুললেন পেসার শরীফুল ইসলাম। ধুঁকতে থাকা বাংলাদেশকে দিলেন লড়াইয়ের কিঞ্চিৎ আশা!
দশম ওভারের দ্বিতীয় বলে অ্যালেনকে কে ফিরিয়ে নিউজিল্যান্ডের উদ্বোধনী লড়াই থামান শরীফুল। দৈহিক গড়নে লম্বা অ্যালেনকে বেশ ভালোই এক শর্ট বল দেন শরীফুল। সেই বলকে পুল খেলতে গিয়ে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে ২৮ রানে থামেন অ্যালেন।
শরীফুলের পরের উইকেটটি যেন এক কথায় দুর্দান্ত। অভিষিক্ত ডিন ফক্সক্রফট তাঁর বাকিটা জীবন হয়তো মনে রাখবেন শরীফুলের সেই বিষ মাখানো সুইং। মাঝ স্টাম্প বরাবর করা শরীফুলের বলে হালকা টার্ন। নড়বড়ে ফক্সক্রফট প্রতিরোধের সুযোগই পেলেন না। প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ ডানহাতি ফক্সক্রফটের।
হ্যাটট্রিকটা হয়তো পেয়েই যেতে পারতেন শরীফুল। বল হেনরি নিকোলসের ব্যাট ছুঁয়েছে কিনা তা নিয়ে বড় আবেদন তুললেন বাংলাদেশি ফিল্ডাররা তবে আম্পায়ার সাড়া দেননি। হ্যাটট্রিক হয়নি শরীফুলের।
দ্রুত দুই উইকেট হারালেও সেই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড।। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে দুই উইকেটে ৭০ রান তুলেছে কিউইরা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে