ইনিংসের প্রথম বলে মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গার ঠেকিয়ে না দিলে বোল্ড হয়ে ফিরতে হতো মাইয়া বাউচিয়ারকে। ইংলিশ ওপেনার এরপর স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেছেন। আরেক ওপেনার ড্যানি ওয়াট-হজও ছিলেন মারমুখী। ওপেনিং জুটিতেই দুজনে দারুণ শুরু এনে দেন ইংল্যান্ডকে।
বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন। দুই ওভার পর বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে ইংল্যান্ডের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই লেগি।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের রান ছিল ১/৫০, রান রেট—৭.১৪। আর ৬ ওভার পর স্কোর দাঁড়ায় ৪/৮১, রান রেট—৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই গেছে স্পিনারদের পকেটে। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট হিসেবে ফেরা ওয়াট-হজ ছাড়া ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪০ বলে ৪১ রান করে নাহিদার বলে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে বন্দী হন তিনি। মিডল অর্ডারদের ব্যর্থতার মাঝে যা একটু ব্যতিক্রম অ্যামি জোনস। ১২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক।
গত পরশু শারজায় উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেই জয়ের ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে যাবেন জ্যোতিরা। ইংলিশ পরীক্ষায় পাস করতে বাংলাদেশের প্রয়োজন ১১৯ রান। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই ইংলিশ মেয়েদের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর।
ইনিংসের প্রথম বলে মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গার ঠেকিয়ে না দিলে বোল্ড হয়ে ফিরতে হতো মাইয়া বাউচিয়ারকে। ইংলিশ ওপেনার এরপর স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেছেন। আরেক ওপেনার ড্যানি ওয়াট-হজও ছিলেন মারমুখী। ওপেনিং জুটিতেই দুজনে দারুণ শুরু এনে দেন ইংল্যান্ডকে।
বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন। দুই ওভার পর বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে ইংল্যান্ডের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই লেগি।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের রান ছিল ১/৫০, রান রেট—৭.১৪। আর ৬ ওভার পর স্কোর দাঁড়ায় ৪/৮১, রান রেট—৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই গেছে স্পিনারদের পকেটে। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট হিসেবে ফেরা ওয়াট-হজ ছাড়া ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪০ বলে ৪১ রান করে নাহিদার বলে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে বন্দী হন তিনি। মিডল অর্ডারদের ব্যর্থতার মাঝে যা একটু ব্যতিক্রম অ্যামি জোনস। ১২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক।
গত পরশু শারজায় উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেই জয়ের ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে যাবেন জ্যোতিরা। ইংলিশ পরীক্ষায় পাস করতে বাংলাদেশের প্রয়োজন ১১৯ রান। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই ইংলিশ মেয়েদের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে