Ajker Patrika

পৃথিবীটা বড় নিষ্ঠুর, বলছেন ট্রলের শিকার হওয়া কানসেলো

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৪: ১৬
পৃথিবীটা বড় নিষ্ঠুর, বলছেন ট্রলের শিকার হওয়া কানসেলো

সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের ট্রলের শিকার হওয়া নতুন কিছু নয়। তবে এতটা হেনস্তার শিকার হবেন জোয়াও কানসেলো সেটা হয়তো কখনো ভাবেননি তিনি। তাঁকে ও তাঁর পরিবারকে নিয়ে রূঢ় আক্রমণের বিষয়টি জানিয়েছেন ইএসপিএনের এক সাক্ষাৎকারে।

চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর সমর্থকেরা তাঁর মেয়ের মৃত্যু কামনা করেছেন বলে জানিয়েছেন কানসেলো। যার মৃত্যু কামনা করেছেন সমর্থকেরা, তার আবার জন্মই হয়নি এখনো। তিনি বলেছেন, ‘লোকেরা যা খুশি তাই লিখছে। আমার মেয়ের মৃত্যু কামনা করা ইনস্টাগ্রামে এমনও মন্তব্য করা হয়েছে। অথচ সে এখনো পৃথিবীতে আসেনি। ঝামেলার ভয়েই তারা কথাগুলো আমার মুখোমুখি হয়ে বলতে পারে না। কিন্তু যা মন চাইছে, সামাজিক মাধ্যমে সেটাই লিখছে।’

পৃথিবী যে নিষ্ঠুর, সেটাও জানিয়েছেন কানসেলো। তবে সবকিছুকে মানিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পর্তুগিজ ডিফেন্ডার বলেছেন, ‘আমার সঙ্গিনী, মেয়ে এবং অনাগত শিশুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। পৃথিবীটা বড় নিষ্ঠুর। এর সঙ্গেই বেঁচে থাকাটা অবশ্য জানতে হবে। আমিও সেটা জানি। তবে জানি না তাদের নিয়ে কী বলব। একটি শিশুর মৃত্যু কামনা করা সত্যিই গুরুতর বিষয়। টেলিভিশনে যে ফুটবলারের খেলা দেখে, তাদের পেছনের গল্পটা মানুষ চিন্তা করে না। আমরাও তাদের মতোই মানুষ।’

ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে পিএসজির কাছে ৪-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেদিন হেরে যাওয়ার ম্যাচে প্রতিপক্ষকে একটা পেনাল্টি ‘উপহার’ দিয়েছিলেন বার্সার ডিফেন্ডার কানসেলো। ৫৯ মিনিটে বার্সার সাবেক উইঙ্গার উসমান দেম্বেলেকে ফাউল করে। স্পটকিক থেকে পরে গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপ্পে। কানসেলোর সেই ভুলটা তাই ক্ষমা করতে পারছেন না সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত