Ajker Patrika

১ রানের জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭: ২৯
১ রানের জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তান ক্রিকেট দলের ম্যাচ মানেই যেন নাটকীয়তা। ছেলেদের ক্রিকেট হোক বা মেয়েদের, কখনো কখনো এমন হয় যে শেষ বলের আগে পাকিস্তানের ম্যাচের ফলাফল বোঝাই যায় না। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা হয়েছে ঠিক তেমনই। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচে ১ রানে জিতে ফাইনালে উঠেছে লঙ্কানরা। ১৫ অক্টোবর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে লঙ্কানরা।

১২৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তান বেশ সাবলীলভাবেই এগোতে থাকে। ১৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ১০৫ রান। আর নাটকীয়তার শুরু ঠিক এখান থেকেই। ১৮ তম ওভারের দ্বিতীয় বলে বিসমাহ মারুফকে বোল্ড করে দেন সুগন্দিকা কুমারী। তাতে চতুর্থ উইকেটে বিসমাহ-নিদা দারের ৪২ রানের জুটি ভেঙে যায়। এরপর ম্যাচ আরও জটিল হতে থাকে। আর শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান দার। পাকিস্তানের স্কোর থেমে যায় ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন দলটির অধিনায়ক।

ম্যাচসেরা হয়েছেন আইনোকা রনবীরা। ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ২০ ওভারে ৬ উইকেটে লঙ্কানরা করে ১২২ রান। ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেছেন হারশিতা সামারাবিক্রমা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন নাসরা সান্ধু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত