ক্রীড়া ডেস্ক
নির্ধারিত সময়ে টস হয় কি না, সেটা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূর করে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, চিপকে আজ সেই একাদশ নিয়েই নামছে। চেন্নাইয়ে রবি শাস্ত্রী যখন টসের সময় আসেন, তখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়মিত খেললেও ভারত আজ ছয় মাস পর টেস্ট খেলতে নামছে। একাদশ সাজিয়েছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে, যেখানে পেসার আকাশ দীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিংয়েও তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন।
বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ২১ মাস পর ফিরেছেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে আজ তিনিই থাকছেন উইকেটরক্ষক। বিরাট কোহলি ও লোকেশ রাহুল টেস্টে ফিরেছেন ৮ মাস পর। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন শুবমান গিল। সবশেষ ভারত যে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছে, সেই সিরিজে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল তো দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর নিয়েছেন দুই মাস আগে। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও আজই প্রথম টেস্ট খেলতে নামছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা
নির্ধারিত সময়ে টস হয় কি না, সেটা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূর করে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম (চিপক) স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে টস হয়েছে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ, চিপকে আজ সেই একাদশ নিয়েই নামছে। চেন্নাইয়ে রবি শাস্ত্রী যখন টসের সময় আসেন, তখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কারণ জানিয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পিচ কঠিন মনে হচ্ছে এবং কিছুটা শুষ্ক। প্রথম সেশনটা পেসারদের জন্য উপযোগী হবে।’ ভারতের বিপক্ষে একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
স্পিন আক্রমণে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে লিটন দাসের হাতে। ওপেনিংয়ে থাকছেন দুই বাঁহাতি সাদমান ইসলাম ও জাকির হাসান। আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
টি-টোয়েন্টি ও ওয়ানডে নিয়মিত খেললেও ভারত আজ ছয় মাস পর টেস্ট খেলতে নামছে। একাদশ সাজিয়েছে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে, যেখানে পেসার আকাশ দীপ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। দুই স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাটিংয়েও তাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন।
বাংলাদেশ ম্যাচ দিয়ে টেস্টে ২১ মাস পর ফিরেছেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে আজ তিনিই থাকছেন উইকেটরক্ষক। বিরাট কোহলি ও লোকেশ রাহুল টেস্টে ফিরেছেন ৮ মাস পর। ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আছেন যশস্বী জয়সওয়াল। তিনে খেলবেন শুবমান গিল। সবশেষ ভারত যে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলেছে, সেই সিরিজে ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল তো দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের প্রধান কোচের দায়িত্ব গৌতম গম্ভীর নিয়েছেন দুই মাস আগে। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও আজই প্রথম টেস্ট খেলতে নামছে।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
২২ মিনিট আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে ৩-১ ব্যবধানে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগেশেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
২ ঘণ্টা আগে