Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ভাঙার পথে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২১: ১০
বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ভাঙার পথে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকারই। এবার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। বেনোনিতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের বেশ পরীক্ষা নিচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।  

বেনোনিতে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ভলভার্ট। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভলভার্ট ও তাজমিন ব্রিটস। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা করেছিল ২১ রান। এরপর ষষ্ঠ ওভার থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের বাঁহাতি স্পিনার খরচ করেন ১০ রান। এই ওভারেই একটি করে চার মারেন ভলভার্ট ও ব্রিটজ। পাঁচের নিচে থাকা রানরেট ছয়ে উঠিয়েছে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৬০ রান। 

ছয়ের বেশি রানরেট দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছিল ১৪ ওভার পর্যন্ত। ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৮৭ রান। এরপর রানরেট তুলনামূলক ধীর হতে থাকলেও সাবধানী ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। ব্রিটজ, ভলভার্ট দুই ওপেনারই ফিফটির দেখা পেয়েছেন। ভলভার্ট পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটি ও ব্রিটস পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭১ রান করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ভলভার্ট ৮৯ রানে অপরাজিত আছেন। আর ৭৮ রানে ব্যাটিং করছেন ব্রিটজ।

পচেফস্ট্রুমে  বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ভারতের। ২০১৩ সালে আহমেদাবাদে ৬ উইকেটে ২৫৬ রান করেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। 

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত