Ajker Patrika

পাকিস্তানি ক্রিকেটারদের মনের কথাটা বললেন ‘ভারতের জামাই’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৭: ৫৪
পাকিস্তানি ক্রিকেটারদের মনের কথাটা বললেন ‘ভারতের জামাই’

আইপিএল খেলে কাড়ি কাড়ি টাকা আয় করছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। বঞ্চিত শুধু পাকিস্তানিরা। দুই দেশের শীতল সম্পর্কের কারণে চাইলেও ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ নেই পাকিস্তানি ক্রিকেটারদের। আইপিএলের নিলামে অপেক্ষাকৃত কম আলোচিত ক্রিকেটারেরও দাম যখন ওঠে কোটি টাকা, তখন খেলার সুযোগ না পাওয়ার জন্য যেকোনো ক্রিকেটারেরই আফসোস হওয়ার কথা! 

সেই আফসোস থেকেই কি না, পাকিস্তানি পেসার হাসান আলী জানিয়ে দিলেন, আইপিএলে খেলতে চান তিনি। পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পেসার বললেন, ‘সব খেলোয়াড়ই আইপিএল খেলতে চান। আমারও ইচ্ছা সেখানে খেলার। বিশ্বে এটাই সবচেয়ে বড় (ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) লিগ। ভবিষ্যতে যদি সুযোগ আসে আমি খেলতে চাই।’

পাকিস্তানি পেসার, এর বাইরেও একটা পরিচিতি আছে হাসান আলীর—ভারতের জামাই। ২০১৯ সালের আগস্টে হরিয়ানার মেয়ে শামিয়া আরজুকে বিয়ে করেন হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইঞ্জিনিয়ার শামিয়ার স্বামী হওয়ার পর থেকেই ভারতের জামাই হিসেবেও কেউ কেউ ডেকে থাকেন তাঁকে। ভারতে বিশ্বকাপ খেলে দলের সবাই দেশে ফিরে গেলেও ভারতেই রয়ে গেছেন হাসান।

আইপিএলে খেলার পাশাপাশি আরও একটা ইচ্ছার কথা জানিয়েছেন হাসান আলী। দুই দেশের ক্রিকেট সম্পর্ক চালু দেখতে চান, দেখতে চান ভারত নিয়মিত পাকিস্তান সফর করছে। হাসানের ভাষায়, ‘পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট খেলা উচিত। সব দলই পাকিস্তানে খেলছে। নিউজিল্যান্ড এসেছে। নিরাপত্তার হুমকির কারণে দেশে ফিরে গেছে এবং আবার পাকিস্তানে এসে পুরো সিরিজ খেলেছে। সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হয়েছে তাদের। ভারতেরও অবশ্যই পাকিস্তানে এসে খেলা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত