ক্রীড়া ডেস্ক
এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একাধিক ইস্যুতে বেশ বিতর্ক হয়েছে। তবে ফাইনালকে সামনে রেখে সব বিতর্ক এড়িয়ে যেতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি।
দুবাইয়ে আগামীকাল রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। তার আগে আজ সংবাদ সম্মেলেন উপস্থিত হয়ে সালমান বলেন, ‘যেসব আমাদের নিয়ন্ত্রণে নেই সেসবে মনোযোগ দিতে চাই না। গণমাধ্যমের খবর, বাইরের আলোচনা–আমরা এসব এড়িয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। আমরা এখানে ভালো ক্রিকেট খেলার জন্য এসেছি। আমরা আগামীকাল এশিয়া কাপ জিততে চাই।’
দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক, ‘ইনশাআল্লাহ আপনি আমাদের এশিয়া কাপ জিততে দেখবেন। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং ৪০ ওভার প্রাধান্য বিস্তার করেত পারি তাহলে যেকোনো দলকেই হারাতে পারব।’
আত্মবিশ্বাসের সুরে কথা বললেও পরিসংখ্যান পাকিস্তানের হয়ে কথা বলছে না। এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে আগের দুই দেখায় প্রতিবারই হেরেছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে তাদের ৭ উইকেটে হারায় ভারত। এরপর সুপার ফোরে
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। মাঠের খেলাকে পাশ কাটিয়ে আলোচনার খোরাক হয়ে আসে হাত না মেলানোর ঘটনা এবং হারিস রউফ, সাহিবজাদা ফারহানের উদ্যাপন। প্রথম দেখায় পাকিস্তানের খেলোয়াড়েদর সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল।
বিষয়টি নিয়ে পরবর্তীতে অনেক নাটক হয়েছে। পক্ষপাতীত্বের অভিযোগে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সে দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পথেই ছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত মাঠে নামে তারা। বিতর্ক সেখানেই সমীবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে শেষ চারের ম্যাচে ফিফটির পর ব্যাটকে বন্দুক বানিয়ে ট্রিগারে চাপ দেওয়ার ভঙ্গি করেন সাহিবজাদা। এরপর ফিল্ডিং করতে নেমে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের দিকে হাত দিয়ে বিমান বিধ্বস্ত করার ইঙ্গিত দেন রউফ।
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। বেশকিছু দেশটির গণমাধ্যমের দাবি–যুদ্ধে প্রতিবেশী দেশটির ছয়টি রাফায়েল বিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান। মূলত সেটার বোঝাতে চেয়েছেন রউফ। এভাবে উদ্যাপন করায় সাহিবজাদা ও রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত।
এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একাধিক ইস্যুতে বেশ বিতর্ক হয়েছে। তবে ফাইনালকে সামনে রেখে সব বিতর্ক এড়িয়ে যেতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন তিনি।
দুবাইয়ে আগামীকাল রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। তার আগে আজ সংবাদ সম্মেলেন উপস্থিত হয়ে সালমান বলেন, ‘যেসব আমাদের নিয়ন্ত্রণে নেই সেসবে মনোযোগ দিতে চাই না। গণমাধ্যমের খবর, বাইরের আলোচনা–আমরা এসব এড়িয়ে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। আমরা এখানে ভালো ক্রিকেট খেলার জন্য এসেছি। আমরা আগামীকাল এশিয়া কাপ জিততে চাই।’
দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক, ‘ইনশাআল্লাহ আপনি আমাদের এশিয়া কাপ জিততে দেখবেন। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং ৪০ ওভার প্রাধান্য বিস্তার করেত পারি তাহলে যেকোনো দলকেই হারাতে পারব।’
আত্মবিশ্বাসের সুরে কথা বললেও পরিসংখ্যান পাকিস্তানের হয়ে কথা বলছে না। এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে আগের দুই দেখায় প্রতিবারই হেরেছে তারা। গ্রুপ পর্বের ম্যাচে তাদের ৭ উইকেটে হারায় ভারত। এরপর সুপার ফোরে
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। মাঠের খেলাকে পাশ কাটিয়ে আলোচনার খোরাক হয়ে আসে হাত না মেলানোর ঘটনা এবং হারিস রউফ, সাহিবজাদা ফারহানের উদ্যাপন। প্রথম দেখায় পাকিস্তানের খেলোয়াড়েদর সঙ্গে হাত মেলায়নি সূর্যকুমার যাদবের দল।
বিষয়টি নিয়ে পরবর্তীতে অনেক নাটক হয়েছে। পক্ষপাতীত্বের অভিযোগে অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি সে দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পথেই ছিল পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত মাঠে নামে তারা। বিতর্ক সেখানেই সমীবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে শেষ চারের ম্যাচে ফিফটির পর ব্যাটকে বন্দুক বানিয়ে ট্রিগারে চাপ দেওয়ার ভঙ্গি করেন সাহিবজাদা। এরপর ফিল্ডিং করতে নেমে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের দিকে হাত দিয়ে বিমান বিধ্বস্ত করার ইঙ্গিত দেন রউফ।
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হলে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। বেশকিছু দেশটির গণমাধ্যমের দাবি–যুদ্ধে প্রতিবেশী দেশটির ছয়টি রাফায়েল বিমান বিধ্বস্ত করেছে পাকিস্তান। মূলত সেটার বোঝাতে চেয়েছেন রউফ। এভাবে উদ্যাপন করায় সাহিবজাদা ও রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত।
রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৩৭ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন
১ ঘণ্টা আগেব্যাট হাতে ১৩ বলের ২৬ রানের ঝোড়ো ক্যামিও, আর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—৬/৩৫; রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল বাংলাদেশ। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ২০৭ রানে তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে
২ ঘণ্টা আগেপ্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
৫ ঘণ্টা আগে