পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে উত্তাপ নিয়ে যেরকম অনুমান করা হচ্ছিল, গতকাল সেটা ছাড়িয়ে গেছে বহুগুণে। ম্যাচেই সংর্ঘষে জড়ান পাকিস্তান ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফারিদ আহমেদ। যেটার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ম্যাচ হারের পর গ্যালারিতে পাকিস্তান সমর্থকদের ওপর চড়াও হন আফগান সমর্থকেরা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পাকিস্তান সমর্থকদের ওপর চেয়ার ছুড়ে মারছেন আফগান সমর্থকেরা। কম যাননি পাকিস্তান সমর্থকেরাও। তাঁরাও চেয়ার ছোড়াছুড়ি করেছেন। এসব দেখে চুপ থাকতে পারেননি শোয়েব আকতারের মতো পাকিস্তানের সাবেকরা। রাগ ঝেড়েছেন আফগান সমর্থকদের ওপর।
এবার মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাও। মাঠে এমন আচরণকে 'গুন্ডামি' হিসেবে উল্লেখ করেছেন পিসিবির এই বড়কর্তা। আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের কথাও জানিয়েছেন রমিজ। সংবাদমাধ্যমকে পিসিবির চেয়ারম্যান বলেন, 'ক্রিকেটের সঙ্গে আপনি গুণ্ডামি মেলাতে পারেন না। এই ধরনের কার্যক্রম আপনাকে অসুস্থ করে তুলবে। আমরা আইসিসির কাছে লিখছি, বিষয়টা উদ্বেগের। যা যা দরকার হয় আমরা করব, কারণ, যেটা দেখা গেছে সেটা ভয়ংঙ্কর।'
দুই দলের সমর্থকদের বিবাদে জড়িয়ে পড়া নতুন নয়। সেদিনে ইঙ্গিত করে রমিজ আরও বলেন, 'এটা প্রথমবার ঘটছে এমন নয়। জয়-পরাজয় খেলার অংশ। লড়াইটা কঠিন ছিল। কিন্তু এখানে আবেগ নিয়ন্ত্রণ জরুরি ছিল। পরিবেশ যদি ঠিক না থাকে ক্রিকেট জাতি হিসেবে আপনি বেশিদূর যেতে পারবেন না।' এসব নিয়ে নিজের হতাশার জায়গা থেকে আইসিসির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রমিজ।
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে উত্তাপ নিয়ে যেরকম অনুমান করা হচ্ছিল, গতকাল সেটা ছাড়িয়ে গেছে বহুগুণে। ম্যাচেই সংর্ঘষে জড়ান পাকিস্তান ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফারিদ আহমেদ। যেটার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ম্যাচ হারের পর গ্যালারিতে পাকিস্তান সমর্থকদের ওপর চড়াও হন আফগান সমর্থকেরা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পাকিস্তান সমর্থকদের ওপর চেয়ার ছুড়ে মারছেন আফগান সমর্থকেরা। কম যাননি পাকিস্তান সমর্থকেরাও। তাঁরাও চেয়ার ছোড়াছুড়ি করেছেন। এসব দেখে চুপ থাকতে পারেননি শোয়েব আকতারের মতো পাকিস্তানের সাবেকরা। রাগ ঝেড়েছেন আফগান সমর্থকদের ওপর।
এবার মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাও। মাঠে এমন আচরণকে 'গুন্ডামি' হিসেবে উল্লেখ করেছেন পিসিবির এই বড়কর্তা। আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের কথাও জানিয়েছেন রমিজ। সংবাদমাধ্যমকে পিসিবির চেয়ারম্যান বলেন, 'ক্রিকেটের সঙ্গে আপনি গুণ্ডামি মেলাতে পারেন না। এই ধরনের কার্যক্রম আপনাকে অসুস্থ করে তুলবে। আমরা আইসিসির কাছে লিখছি, বিষয়টা উদ্বেগের। যা যা দরকার হয় আমরা করব, কারণ, যেটা দেখা গেছে সেটা ভয়ংঙ্কর।'
দুই দলের সমর্থকদের বিবাদে জড়িয়ে পড়া নতুন নয়। সেদিনে ইঙ্গিত করে রমিজ আরও বলেন, 'এটা প্রথমবার ঘটছে এমন নয়। জয়-পরাজয় খেলার অংশ। লড়াইটা কঠিন ছিল। কিন্তু এখানে আবেগ নিয়ন্ত্রণ জরুরি ছিল। পরিবেশ যদি ঠিক না থাকে ক্রিকেট জাতি হিসেবে আপনি বেশিদূর যেতে পারবেন না।' এসব নিয়ে নিজের হতাশার জায়গা থেকে আইসিসির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রমিজ।
৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরে
১০ ঘণ্টা আগেমিরপুরের মূল মাঠ থেকে শুরু করে গ্রিনহাউসের উইকেটগুলো—পছন্দ করছে না বিসিবিও। এমন অবস্থায় বিসিবির গ্রাউন্ডস বিভাগের চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনি ডি সিলভাকে শোকজ করেছেন। মাঠ ও উইকেট সংস্কারের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে কাজের গতি দেখে বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের কপালে চিন্তার ভাঁজ।
১১ ঘণ্টা আগেবিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠছে—সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে আজ আয়োজকেরা প্রকাশ করেছেন ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা।
১২ ঘণ্টা আগে৮ মাস ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম। সবশেষ ১১ টি-টোয়েন্টিতে নেই ফিফটিও, তাঁর স্ট্রাইকরেট নিয়েও বিভিন্ন সময় সমালোচনা হয়। তরুণদের সঙ্গে বাবরকেও এখন লড়াই করতে হচ্ছে। হাসান নওয়াজ-সাইম আইয়ুবদের আক্রমণাত্মক ব্যাটিং ও হাই স্ট্রাইকরেট বাবরের পজিশনকে নড়বড়েই করে রেখেছে।
১২ ঘণ্টা আগে