জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। পিঠের চোট বেশ ভোগাচ্ছে বুমরাকে। আর বিশ্বকাপের সময়ও এগিয়ে আসছে। ভারতীয় এই পেসারকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য চলছে বেশ আলাপ-আলোচনা। এখানেই পাকিস্তানের এক ভুলের প্রসঙ্গ উল্লেখ করেছেন রবি শাস্ত্রী।
২০২২ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। জুলাইয়ে গল টেস্টে ডাইভ দিতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় শাহিনের। এরপর তিন মাস বিরতির পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের ফাইনালে আবারও চোটে পড়েন। হ্যারি ব্রুকের ক্যাচ লং অফে পিছলে ধরতে গিয়ে যন্ত্রণায় কাতড়াতে থাকেন শাহিন। ফাইনালের বাকি অংশটুকু তো খেলতেই পারেননি, এমনকি চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।
অন্যদিকে গত এক বছরে বুমরাকে ছাড়াই ভারত খেলেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই তিনটিতেই ভারত হেরেছে। মাঝে তাঁর ফেরার কথা শোনা গেলেও পুনর্বাসনে পাঠানো হয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই পেসারকে নিয়ে শাহিনের মতো ভুল না করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী, ‘সে (বুমরা) খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে তাকে যদি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে আনা হয়, তাহলে এরপর চার মাস তাঁকে পাওয়া না-ও যেতে পারে। শাহিন আফ্রিদির সঙ্গেও তেমনটা হয়েছিল। এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। গত বিশ্বকাপের মতোই হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। কমপক্ষে ভারতের ১২টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ২৭ জুন সূচি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আইসিসি।
জসপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দীর্ঘদিন। পিঠের চোট বেশ ভোগাচ্ছে বুমরাকে। আর বিশ্বকাপের সময়ও এগিয়ে আসছে। ভারতীয় এই পেসারকে বিশ্বকাপের দলে নেওয়ার জন্য চলছে বেশ আলাপ-আলোচনা। এখানেই পাকিস্তানের এক ভুলের প্রসঙ্গ উল্লেখ করেছেন রবি শাস্ত্রী।
২০২২ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে চোটে পড়েন শাহিন শাহ আফ্রিদি। জুলাইয়ে গল টেস্টে ডাইভ দিতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় শাহিনের। এরপর তিন মাস বিরতির পর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন তিনি। অস্ট্রেলিয়ায় এই বিশ্বকাপের ফাইনালে আবারও চোটে পড়েন। হ্যারি ব্রুকের ক্যাচ লং অফে পিছলে ধরতে গিয়ে যন্ত্রণায় কাতড়াতে থাকেন শাহিন। ফাইনালের বাকি অংশটুকু তো খেলতেই পারেননি, এমনকি চার মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।
অন্যদিকে গত এক বছরে বুমরাকে ছাড়াই ভারত খেলেছে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই তিনটিতেই ভারত হেরেছে। মাঝে তাঁর ফেরার কথা শোনা গেলেও পুনর্বাসনে পাঠানো হয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় এই পেসারকে নিয়ে শাহিনের মতো ভুল না করার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী, ‘সে (বুমরা) খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে তাকে যদি বিশ্বকাপের জন্য তড়িঘড়ি করে আনা হয়, তাহলে এরপর চার মাস তাঁকে পাওয়া না-ও যেতে পারে। শাহিন আফ্রিদির সঙ্গেও তেমনটা হয়েছিল। এই ব্যাপারটা একটু ভেবে দেখা উচিত।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। গত বিশ্বকাপের মতোই হবে এবারের বিশ্বকাপ। ১০ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ৪৮টি। কমপক্ষে ভারতের ১২টি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ২৭ জুন সূচি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে আইসিসি।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৫ ঘণ্টা আগে