Ajker Patrika

আজ মাঠেই আসেননি সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ব্রিসবেন থেকে
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১১: ২৭
আজ মাঠেই আসেননি সাকিবরা

সিডনি থেকে ব্রিসবেনে এসেই গতকাল বিমানবন্দর থেকে ম্যাচ ভেন্যুতে ঢুঁ মেরে গিয়েছিল বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন আজ আর মাঠেই আসেননি সাকিবরা। দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন বিশ্রামে।

স্থানীয় সময় বেলা ১১টায় ঐচ্ছিক অনুশীলনে ব্রিসবেন ক্রিকেট মাঠ বা গ্যাবায় আসেন শুধু ইয়াসির আলী আর নুরুল হাসান সোহান। খেলোয়াড়ের চেয়ে কোচিং স্টাফই বেশি ছিল অনুশীলনে। মাঠে এসেছিলেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম, ব্যাটিং কোচ জেমি সিডনস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন, ভ্রমণক্লান্তি দূর করে দ্রুত সতেজ হতে আজ বিশ্রামে ছিল দল। তিনি বলছিলেন, ‘অনুশীলন করাই তো হয় একটা লক্ষ্য সামনে নিয়ে। আজ শুধু শুধু ঘাম ঝরানোর চেয়ে ম্যাচের আগের দিন বিশ্রামই ভালো উপায় মনে করেছে টিম ম্যানেজমেন্ট। হয়তো ম্যানেজমেন্ট ভেবেছে, এক দিন অনুশীলন করার চেয়ে বিশ্রাম নিতে পারলে বেশি ফ্রেশ হওয়া সম্ভব ম্যাচের আগে।’

গ্যাবায় জিম্বাবুয়েকে এখন বাংলাদেশ দেখছে কঠিন এক প্রতিপক্ষ হিসেবে। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়েকে হারাতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়ে ১২বার হারালেও এই জিম্বাবুয়েকে সমীহের চোখে দেখতে বাধ্য হচ্ছেন শ্রীধরণ শ্রীরাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘আমরা জিম্বাবুয়েকে সমীহ করি। পাকিস্তানের বিপক্ষ দুর্দান্ত খেলেছে। ম্যাচের প্রতিটি বল আমরা দেখেছি। যেভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, অবিশ্বাস্য। পুরো কৃতিত্ব তাদের, সমীহ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত