অনলাইন ডেস্ক
মিরপুরে আজ ওশান থমাসের মাথায় কিসের ভূত ভর করেছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছেন তিনি। ১ বলে ক্যারিবীয় এই পেসার ১৫ রান দিয়ে নাম লিখিয়েছেন অদ্ভুত এক রেকর্ডে।
থমাসের ঘটনাটি ঘটেছে আজ চিটাগং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের ইনিংসের প্রথম বলে। চিটাগংয়ের নাঈম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তবে নো-বলের কারণে বেঁচে যান। এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই উঠল ১৫ রান। একটি করে চার ও ছক্কাও রয়েছে এর মধ্যে।
এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ বছরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। সেবার নো-বল থেকে ৭ রান এবং ছক্কার মার মিলিয়ে ওই বল থেকে ভারতীয় ওপেনার করেছিলেন ১৩ রান।
নাঈম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নো বলের কারণে উদযাপন করতে পারেননি। ফ্রি-হিটের পরের বলটি ডট দেন তিনি। এরপরই খেই হারিয়ে ফেলেন থমাস। নো-বলে ৬ রান দিয়ে শুরু। এরপর দুইটি ওয়াইড দিয়েছেন। পরে আরও একটি নো-বল থেকে ৪ হজম করেন তিনি। এ সময় স্কোরবোর্ডে ১ বলে দেখা যায় ১৫ রান।
বিব্রতকর রেকর্ডের পর একটি বৈধ ডেলিভারি করেছেন থমাস। সেটি ডট দেওয়ার পরের বলে আবার নো-বল করেন তিনি, যেটিতেও নাঈম ক্যাচ তুলে দিয়েছিলেন। আবারও জীবন পান নাঈম। ওই এক ওভারেই দ্বিতীয়বার! তবে ফ্রি-হিটের পর আর বাঁচতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাঈমকে। ১২ বলের দীর্ঘ ওভার থেকে থমাস ১৮ রান খরচ করে নেন ১ উইকেট।
মিরপুরে আজ ওশান থমাসের মাথায় কিসের ভূত ভর করেছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছেন তিনি। ১ বলে ক্যারিবীয় এই পেসার ১৫ রান দিয়ে নাম লিখিয়েছেন অদ্ভুত এক রেকর্ডে।
থমাসের ঘটনাটি ঘটেছে আজ চিটাগং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের ইনিংসের প্রথম বলে। চিটাগংয়ের নাঈম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তবে নো-বলের কারণে বেঁচে যান। এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই উঠল ১৫ রান। একটি করে চার ও ছক্কাও রয়েছে এর মধ্যে।
এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ বছরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। সেবার নো-বল থেকে ৭ রান এবং ছক্কার মার মিলিয়ে ওই বল থেকে ভারতীয় ওপেনার করেছিলেন ১৩ রান।
নাঈম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নো বলের কারণে উদযাপন করতে পারেননি। ফ্রি-হিটের পরের বলটি ডট দেন তিনি। এরপরই খেই হারিয়ে ফেলেন থমাস। নো-বলে ৬ রান দিয়ে শুরু। এরপর দুইটি ওয়াইড দিয়েছেন। পরে আরও একটি নো-বল থেকে ৪ হজম করেন তিনি। এ সময় স্কোরবোর্ডে ১ বলে দেখা যায় ১৫ রান।
বিব্রতকর রেকর্ডের পর একটি বৈধ ডেলিভারি করেছেন থমাস। সেটি ডট দেওয়ার পরের বলে আবার নো-বল করেন তিনি, যেটিতেও নাঈম ক্যাচ তুলে দিয়েছিলেন। আবারও জীবন পান নাঈম। ওই এক ওভারেই দ্বিতীয়বার! তবে ফ্রি-হিটের পর আর বাঁচতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাঈমকে। ১২ বলের দীর্ঘ ওভার থেকে থমাস ১৮ রান খরচ করে নেন ১ উইকেট।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৬ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৯ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৯ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১১ ঘণ্টা আগে