Ajker Patrika

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অ্যান্টিগায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টর একাদশ থেকে পরিবর্তন এসেছে তিনটি। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান আর পেসার মোস্তাফিজুর রহমান। তিন পেসার, এক স্পিনার আর এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 

২০১৮ সালে এই মাঠে টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে এবার উইকেট গতবারের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটারদের কাছ থেকে তাই নিজের চাওয়ার কথাও অকপটে বলেছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যান্টিগার দুরন্ত বাতাস অবশ্য ভিন্ন কথা বলছে। ডিউক বলে চিরায়ত সুইং তো আছেই, সঙ্গে বাতাস কাজে লাগিয়ে ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখাতে পারেন পেসাররা। 

প্রথম টেস্ট পর্ব সংবাদ সম্মেলনে নিজ দলের পেসারদের সে কথাও মনে করিয়ে দেন সাকিব। তৃতীয় মেয়াদে সাকিবের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ইতিবাচক কিছু উপহার দিতে চান সাকিব। সাকিবের ডেপুটি হিসেবে এই সিরিজ দিয়ে লিডারশিপ গ্রুপে যুক্ত হয়েছেন লিটন দাস। 

বাংলাদেশ একাদশ: 

তামিম, জয়, শান্ত, মুমিনুল, সাকিব (অধিনায়ক), লিটন (সহ-অধিনায়ক), সোহান (কিপার), মিরাজ, ইবাদত, খালেদ ও মোস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 

ব্রাথওয়েট (অধিনায়ক), ক্যাম্পবেল, বোনার, ব্ল্যাকউড, মেয়ার্স, দা সিলভা (কিপার), রেইফার, জোসেফ, রোচ, মোতি ও সিল্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত