এর চেয়ে বড় চমক বোধহয় আর কিছুই হয় না! ভারতের জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়; পরামর্শকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে উত্তরসূরিদের মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়া ধোনি।
সাবেক অধিনায়কের মতো চমক হয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ৪ বছর পর এই অফ স্পিনারকে দলে ফেরানো হয়েছে।
বিশ্বকাপে ভারতকে যথারীতি নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তাঁর ডেপুটি থাকছেন রোহিত শর্মা। দলে রয়েছেন ঋশভ পন্তসহ ৩ জন উইকেটরক্ষক। বাকিরা হলেন ঈশান কিশান, লোকেশ রাহুল।
তবে জায়গা হয়নি ‘স্পিন টুইন’ হিসেবে পরিচিতি পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের। একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন স্থগিত আইপিএল ও শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করা রাহুল চাহার।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় পেসার রাখা হয়েছে মাত্র ৩ জন। আর অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব।
স্ট্যান্ড বাই: শ্রেয়াস আয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।
এর চেয়ে বড় চমক বোধহয় আর কিছুই হয় না! ভারতের জাতীয় দলে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়; পরামর্শকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
আজ রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপে উত্তরসূরিদের মেন্টরের দায়িত্ব পালন করবেন ভারতকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়া ধোনি।
সাবেক অধিনায়কের মতো চমক হয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনও। অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ৪ বছর পর এই অফ স্পিনারকে দলে ফেরানো হয়েছে।
বিশ্বকাপে ভারতকে যথারীতি নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তাঁর ডেপুটি থাকছেন রোহিত শর্মা। দলে রয়েছেন ঋশভ পন্তসহ ৩ জন উইকেটরক্ষক। বাকিরা হলেন ঈশান কিশান, লোকেশ রাহুল।
তবে জায়গা হয়নি ‘স্পিন টুইন’ হিসেবে পরিচিতি পাওয়া যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের। একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন স্থগিত আইপিএল ও শ্রীলঙ্কা সফরে দারুণ পারফর্ম করা রাহুল চাহার।
সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় পেসার রাখা হয়েছে মাত্র ৩ জন। আর অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ঈশান কিশান, বরুণ চক্রবর্তী, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল, রাহুল চাহার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি ও সূর্যকুমার যাদব।
স্ট্যান্ড বাই: শ্রেয়াস আয়ার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর।
ঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৪ ঘণ্টা আগে