Ajker Patrika

এবার বাংলাদেশের ম্যাচ তাহলে কোথায়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৫
এবার বাংলাদেশের ম্যাচ তাহলে কোথায়

এশিয়া কাপের বড় বিজ্ঞাপন ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরই যেন টনক নড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। এর পর থেকেই আলোচনায় ভেন্যু পরিবর্তনের ব্যাপারটি। শোনা যাচ্ছে, কলম্বো থেকে সরে যেতে পারে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুই ম্যাচ। 

হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা ও পাকিস্তানে হচ্ছে এবারের এশিয়া কাপ। টুর্নামেন্টে এখন পর্যন্ত হওয়া পাঁচ ম্যাচের তিনটিই হয়েছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। তিনটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও ভালোমতো শেষ হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের মহারণ দেখতে দেয়নি বৃষ্টি। আর গতকাল ভারত-নেপাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছে বারবার। শেষ পর্যন্ত ২৩ ওভারে রান তাড়া করতে হয় ভারতকে। অন্যদিকে ১৭ সেপ্টেম্বরের ফাইনাল ও সুপার ফোরের ৫ ম্যাচসহ ৬ ম্যাচের সূচি রাখা হয়েছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কলম্বোতে আগামী সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

বিকল্প ভেন্যু নিয়ে এরই মধ্যে আলোচনায় বসেছে এসিসি। এই তালিকায় এগিয়ে আছে তাই হাম্বানটোটার মাহিন্দ্রা রাজাপাক্ষে স্টেডিয়াম। আগামী কয়েক দিন এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ২০২৩ এশিয়া কাপ টেকনিক্যাল কমিটির সদস্য ও বিসিবি পরিচালক আকরাম খান আজ সকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন, হাম্বানটোটায় হওয়ার কথা বাকি সব ম্যাচ ৷ এরই মধ্যে আম্পায়ার, টুর্নামেন্টের কর্মকর্তারা ক্যান্ডি ছেড়েছেন ৷ তবে এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ৷ শোনা যাচ্ছে, আজই ভেন্যু নিয়ে ঘোষণা আসতে পারে ৷ 

হাম্বানটোটার পাশাপাশি ক্যান্ডি, ডাম্বুলার কথাও শোনা যাচ্ছিল। তবে ডাম্বুলা স্টেডিয়ামের ফ্লাডলাইটের কাজ চলছে বলে জানিয়েছে এসএলসি। আর ক্যান্ডিতেও ম্যাচ রাখতে চাইছে না আয়োজক কর্তৃপক্ষ। ২০১৫ থেকে কলম্বোতে সেপ্টেম্বরে ছেলেদের ক্রিকেটের ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৪টি ওয়ানডে হয়েছে। ৯ ম্যাচেরই ফল এসেছে, যার মধ্যে দুটিতে বৃষ্টি বাগড়া দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত