খেলার মধ্যে শুধু আইপিএলটাই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। বছরে যাঁকে শুধু নির্দিষ্ট একটা সময়েই পাওয়া যায়, তাঁকে এক নজর দেখতে স্টেডিয়াম হাউসফুল হওয়াটাই তো স্বাভাবিক। মাঠটা যদি হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, তাহলে তো কথাই নেই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা আরও বেশি উপচে পড়ে তখন।
চিপকে গতকাল মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের চিপকে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলল চেন্নাই। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে চিপকে ৫০ তম ম্যাচ জিতল চেন্নাই। ম্যাচ চলার সময় চেন্নাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘সুপার ফ্যানদের অনুরোধ করছি ম্যাচ শেষে অপেক্ষা করতে। বিশেষ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’ মূল আকর্ষণ যে ধোনি, সেটা যে না বললেও চলছে। গ্যালারিতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশাল পোস্টার টাঙানো হয়েছে। চেন্নাইয়ের খেলোয়াড়দের ল্যাপ অব অনার ও মেডেল দেওয়া হয়েছে। ভক্তদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দিয়েছেন ধোনিরা। র্যাকেট দিয়ে বল পাঠানোর মতো অবস্থাতে দেখা গেছে ধোনিকে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না আছেন এবার ধারাভাষ্যকার হিসেবে। চিপকে কি ধোনি শেষ ম্যাচ খেলেছেন কি না, এমন প্রশ্নে রায়না বলেন, ‘অবশ্যই না।’
অবশ্যই না—শব্দ দুটি ধোনিই বলেছেন চার বছর আগে। ২০২০ আইপিএল শেষে ড্যানি মরিসন যখন জানতে চান এবারই কি আইপিএলে ইতি টানছেন, তখন ধোনি উত্তরটি দেন। সেই ধোনির নেতৃত্বে ২০২১,২০২৩ আইপিএল জিতেছে চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের পাঁচ শিরোপার পাচটিই এসেছে ধোনির নেতৃত্বে।
ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে অবশ্য বলার কিছু নেই। কদিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে চেন্নাই ও গুজরাট। সেই ম্যাচে মাঠে ঢুকে ধোনির পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চিন্নস্বামী স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। যদি ফাইনালে উঠলে চেন্নাই ঘরের মাঠ চিপকেই খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—এবারের আইপিএলের আর দুটি ম্যাচ হবে চিপকে।
খেলার মধ্যে শুধু আইপিএলটাই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। বছরে যাঁকে শুধু নির্দিষ্ট একটা সময়েই পাওয়া যায়, তাঁকে এক নজর দেখতে স্টেডিয়াম হাউসফুল হওয়াটাই তো স্বাভাবিক। মাঠটা যদি হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, তাহলে তো কথাই নেই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা আরও বেশি উপচে পড়ে তখন।
চিপকে গতকাল মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের চিপকে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলল চেন্নাই। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে চিপকে ৫০ তম ম্যাচ জিতল চেন্নাই। ম্যাচ চলার সময় চেন্নাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘সুপার ফ্যানদের অনুরোধ করছি ম্যাচ শেষে অপেক্ষা করতে। বিশেষ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’ মূল আকর্ষণ যে ধোনি, সেটা যে না বললেও চলছে। গ্যালারিতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশাল পোস্টার টাঙানো হয়েছে। চেন্নাইয়ের খেলোয়াড়দের ল্যাপ অব অনার ও মেডেল দেওয়া হয়েছে। ভক্তদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দিয়েছেন ধোনিরা। র্যাকেট দিয়ে বল পাঠানোর মতো অবস্থাতে দেখা গেছে ধোনিকে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না আছেন এবার ধারাভাষ্যকার হিসেবে। চিপকে কি ধোনি শেষ ম্যাচ খেলেছেন কি না, এমন প্রশ্নে রায়না বলেন, ‘অবশ্যই না।’
অবশ্যই না—শব্দ দুটি ধোনিই বলেছেন চার বছর আগে। ২০২০ আইপিএল শেষে ড্যানি মরিসন যখন জানতে চান এবারই কি আইপিএলে ইতি টানছেন, তখন ধোনি উত্তরটি দেন। সেই ধোনির নেতৃত্বে ২০২১,২০২৩ আইপিএল জিতেছে চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের পাঁচ শিরোপার পাচটিই এসেছে ধোনির নেতৃত্বে।
ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে অবশ্য বলার কিছু নেই। কদিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে চেন্নাই ও গুজরাট। সেই ম্যাচে মাঠে ঢুকে ধোনির পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চিন্নস্বামী স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। যদি ফাইনালে উঠলে চেন্নাই ঘরের মাঠ চিপকেই খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—এবারের আইপিএলের আর দুটি ম্যাচ হবে চিপকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এই তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।
৩০ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপ
১ ঘণ্টা আগেবাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
২ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
৩ ঘণ্টা আগে