Ajker Patrika

পাকিস্তান শাহিনসের কাছে হেরেই গেলেন আফিফ-তামিমরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান শাহিনসের কাছে হেরেই গেলেন আফিফ-তামিমরা

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৩ উইকেটে হেরেছে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫ উইকেটে ১৪১ রানের স্কোর গড়ে এইচপি। ১৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের লক্ষ্য তাড়া করেছে পাকিস্তান শাহিনস। 

সহজ জয়ের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। ৩ উইকেটে পৌঁছে যায় ১১১ রানে। তারপরই হঠাৎ ধস নামে তাদের ব্যাটিংয়ে। ১২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ১৭ ওভারে পাকিস্তানের ৭ ব্যাটারকে ফিরিয়ে লড়াই জমিয়ে তোলেন এইচপির বোলাররা। 

কিন্তু পাকিস্তানের দুই লোয়ার অর্ডার মুহাম্মদ ইরফান খান ও জাহানদাদ খানের দৃঢ়তায় ৮ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান শাহিনস। জাহানদাদ ৭ বলে ১১ ও ইরফান ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। 

দলের জয়ে দারুণ অবদান রাখে অধিনায়ক মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩২ রান ও ওমায়ের বিন ইউসুফের ২৯ বলে ৩৭ রানের ইনিংসটি। বাংলাদেশের বোলারদের মধ্যে রিপন মন্ডল, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধ একটি করে উইকেট নিয়েছেন। 

তার আগে টস জিতে এইচপিকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান শাহিনস। এইচপির শুরুটা ছিল হতাশার, ইনিংসের প্রথম বলেই আব্বাস আফ্রিদির শিকার হয়েছেন ছন্দে থাকা জিসান আলম। দ্বিতীয় উইকেটে দুই যুব বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জুটিতে শুরু ধাক্কা সামলে ওঠে এইচপি। পাকিস্তানের বোলারদের শাসন করে ৪৮ রানের জুটি গড়েন তাঁরা। 

তারপর খেই হারায় এইচপি। ১০ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। তামিম ১৮ ও ইমন ফেরেন ২৭ রানে। আফিফ হোসেন ৪ ও অধিনায়ক আকবর আলী আউট হয়েছেন ১ রানে। ষষ্ঠ উইকেটে শামীম পাটোয়ারি ও রাব্বি ৮৩ রানের জুটিতে ১৪১ রানের লড়াইয়ের স্কোর পায় এইচপি। তবে শুরুতে দ্রুত উইকেট হারানোয় শেষ দিকে প্রয়োজনমতো ঝড় তুলতে পারেননি ব্যাটাররা। শামীম ৩৮ বলে ৪৪ ও রাব্বি ৩২ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের লেগ স্পিনার ফয়সাল আকরাম ১০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত