Ajker Patrika

সারেকে কাঁপিয়ে দেওয়া ভনের ছেলেকে ফেরালেন সাকিবই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩১
সারেকে কাঁপিয়ে দেওয়া ভনের ছেলেকে ফেরালেন সাকিবই

টন্টনে সমারসেটকে শুরুতেই কাঁপিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। সারের জার্সিতে সাকিবের অভিষেক ম্যাচে বাঁহাতের ঘূর্ণিতে দ্রুতই ধসে যায় সমারসেট। সাকিবের পর এবার ভেলকি দেখালেন মাইকেল ভনের ছেলে আর্চি ভন। ভনের ছেলের বিপক্ষে এরপর প্রতিশোধ নিলেন সাকিব।

সারের ১০ উইকেটের ৬ উইকেটই তুলে নিয়েছেন আর্চি ভন। যেখানে গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনেই ৩ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় দিনে আজ পেয়েছেন বাকি ৩ উইকেট।  সমারসেটের যেখানে স্কোর ছিল ৫ উইকেটে ২২০ রান, সেখানে তাঁর  ঘূর্ণিজাদুতে মুহূর্তেই স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২২৮ রান। বেন ফোকস, জর্ডান ক্লার্ক, ক্যামেরন স্টিল—এই তিন ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন আর্চি। যেখানে ফোকস ও ক্লার্ক করেছেন ৩৭ রান ও ১ রান। স্টিলকে রানের খাতা খুলতেই দেননি ভনের ছেলে। 

৮ উইকেটে ২২৮ রান থেকে সমারসেট ঘুরে দাঁড়ায় টেলএন্ডারে দুটি দুর্দান্ত জুটিতে। যেখানে কেমার রোচ ও টম কারান নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন। রোচকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। এই লিচ সমারসেটের ইনিংসের ইতি টেনেছেন কারানকে এলবিডব্লু করে। ৭৫ বলে ৬ চার ও ৮ ছক্কায় ৮৬ রান করেন কারান। সমারসেট ৩২১ রানে অলআউট হয়েছে। পেয়েছে ৪ রানের লিড।  ভনের ছেলে ১০২ রানে নিয়েছেন ৬ উইকেট। বাকি ৪ উইকেট পেয়েছেন লিচ। ৪ রানে পিছিয়ে থাকা সমারসেট তাদের দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে করেছে ২ উইকেটে ১৮ রান। দুই ওপেনার লুইস গোল্ডসওয়ার্থী ও আর্চি ভন ৯ ও ৩ রান করে আউট হয়েছেন। দুজনেই বোল্ড আউট হয়েছেন। সাকিব নিয়েছেন  ভনের ছেলের উইকেট। 

এর আগে ৯ সেপ্টেম্বর টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া সমারসেট ৩১৭ রানে অলআউট হয়েছে। সাকিব ৯৭ রানে নিয়েছেন ৪ উইকেট। যেখানে ১২ রানে সমারসেটের হারানো ৪ উইকেটের তিনটাই সাকিবের।তবে ব্যাটিংয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। ২৪ বলে ১ চারে ১২ রান করেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। সাকিবকে কট এন্ড বোল্ড করেছেন জ্যাক লিচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত