Ajker Patrika

সমুদ্র তীরে মুমিনুল-রাজাদের ভলিবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমুদ্র তীরে মুমিনুল-রাজাদের ভলিবল ম্যাচ

প্রায় চার বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। প্রথম ধাপের বিমানে উইন্ডিজে পৌঁছেছেন টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য। প্রথম দিন ঘুমিয়ে কাটানোর পর দ্বিতীয় দিনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মুমিনুল হকদের।

অ্যান্টিগা থেকে বিসিবির পাঠানো এক ভিডিওবার্তায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল ক্রিকেটারদের। সমুদ্রের তীরে সাদা বালুর ওপর ভলিবল খেলে সময় কাটাচ্ছেন মুমিনুলরা। অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা ভিডিও বার্তায় বলেন, ‘লম্বা যাত্রা শেষে ক্লান্তি লাগছিল। আমরা ঘুমিয়েছিলাম। সবাই চেষ্টা করেছি রাতে ঘুমানোর। সারা রাত ঘুমিয়ে সকালে সমুদ্রের তীরে রানিং করলাম। পর দিন বিশ্রাম করে বিকেলে সমুদ্রের পাশে ঘুরলাম।’ 

আজ দ্বিতীয় দিনও একইভাবে সময় কাটাবেন ক্রিকেটাররা। নিজেদের পরিকল্পনা নিয়ে রাজা বলেন, ‘আমরা রাতে ঘুমানোর চেষ্টা করেছি। সকালে রানিং করেছি। আজ বিকেলে একটু জিম সেশন করেছি। এখন বিচে নামব। এভাবেই যাচ্ছে, চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত