২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।
২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
২ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ ঘণ্টা আগে