আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মই যেন করতে পারছেন না লোকেশ রাহুল। ভেন্যু, সংস্করণ বদলালেও রাহুলের অফফর্ম চলছেই। রাহুলের এই অফফর্ম দেখে পুরনো স্মৃতি মনে পড়ছে দিনেশ কার্তিকের।
২০২২ থেকে টেস্টে ফর্মহীনতায় ভুগছেন রাহুল। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংস ব্যাটিং করে ১৫.৯০ গড়ে করেছেন ১৭৫ রান। এই সময়ে তাঁর একমাত্র ফিফটি এসেছে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক অঙ্কের ঘরে তিনবার আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। রাহুলকে নিয়ে কার্তিক বলেন, ‘এটা পেশাদার জগৎ। এখানে অনেক দুঃখের মুহূর্তের মুখোমুখি তোমাকে হতে হবে। যখন তুমি এভাবে আউট হবে, তখন মনে করতে হবে যে এটাই তোমার শেষ ইনিংস। তোমার মতো ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি আস্তে করে ওয়াশরুমে জেতাম। ওয়াশরুমে গিয়ে কেঁদে আসতাম। এই অনুভূতি তেমন একটা সুখকর না।’
১ মার্চ ইন্দোরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে রাহুলের বিকল্প হিসেবে শুভমন গিলকে চান কার্তিক। গিল গতমাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। তৃতীয় টেস্টে ভারতের একাদশ নিয়ে কার্তিক বলেন, ‘রাহুলের বিকল্প হিসেবে আমি শুভমন গিলকে চাচ্ছি। সে দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় টেস্টে ভারতের একাদশে শুধু একটা পরিবর্তন আসা উচিত। রাহুলের জন্য খারাপ লাগছে। সে খুবই চাপে আছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মই যেন করতে পারছেন না লোকেশ রাহুল। ভেন্যু, সংস্করণ বদলালেও রাহুলের অফফর্ম চলছেই। রাহুলের এই অফফর্ম দেখে পুরনো স্মৃতি মনে পড়ছে দিনেশ কার্তিকের।
২০২২ থেকে টেস্টে ফর্মহীনতায় ভুগছেন রাহুল। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংস ব্যাটিং করে ১৫.৯০ গড়ে করেছেন ১৭৫ রান। এই সময়ে তাঁর একমাত্র ফিফটি এসেছে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক অঙ্কের ঘরে তিনবার আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। রাহুলকে নিয়ে কার্তিক বলেন, ‘এটা পেশাদার জগৎ। এখানে অনেক দুঃখের মুহূর্তের মুখোমুখি তোমাকে হতে হবে। যখন তুমি এভাবে আউট হবে, তখন মনে করতে হবে যে এটাই তোমার শেষ ইনিংস। তোমার মতো ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি আস্তে করে ওয়াশরুমে জেতাম। ওয়াশরুমে গিয়ে কেঁদে আসতাম। এই অনুভূতি তেমন একটা সুখকর না।’
১ মার্চ ইন্দোরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে রাহুলের বিকল্প হিসেবে শুভমন গিলকে চান কার্তিক। গিল গতমাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। তৃতীয় টেস্টে ভারতের একাদশ নিয়ে কার্তিক বলেন, ‘রাহুলের বিকল্প হিসেবে আমি শুভমন গিলকে চাচ্ছি। সে দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় টেস্টে ভারতের একাদশে শুধু একটা পরিবর্তন আসা উচিত। রাহুলের জন্য খারাপ লাগছে। সে খুবই চাপে আছে।’
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৪ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৩ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে