Ajker Patrika

ড্রেসিংরুমে বৃষ্টির দিনে কী খেলছেন নাঈমরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২: ৫৭
ড্রেসিংরুমে বৃষ্টির দিনে কী খেলছেন নাঈমরা

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটা পুরোপুরি ভেসে গেছে বৃষ্টিতে। বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ একটি বলও মাঠে গড়ায়নি। তবে মাঠে খেলা না হলেও বৃষ্টিস্নাত দিনটা যেন উপভোগই্ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

মিরপুরে আজ বৃষ্টিস্নাত দিনে ড্রেসিংরুমে ফুটবল খেলেছেন শরীফুল ইসলাম, নাঈম হাসানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজার নাফিস ইকবাল খান তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন। নাফিস ক্যাপশন দিয়েছেন, ‘বাইরে বৃষ্টি। ফুট ভলিবল খেলা হচ্ছে ভেতরে।’ভিডিওতে দেখা যাচ্ছে, পাঁচজন ফুটবল খেলেছেন। এক পাশে ছিলেন শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন দিপু ও নাঈম হাসান। অন্য পাশে রয়েছেন নাফিস ও হাসান মাহমুদ। প্রথমে দিপু হেড দিয়েছেন। দিপুর হেডে দেওয়া শট বা পায়ে রিসিভ করেছেন হাসান। হাসানের থেকে বল রিসিভ করেন নাফিস। নাফিস এরপর বল ফিরিয়েছেন শরীফুলদের দিকে। এভাবেই নিজেদের মধ্যে ফুটবল খেলছিলেন তাঁরা। অন্যদিকে সোফায় উদাসীন হয়ে বসে আছেন মাহমুদুল হাসান জয়।  

ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপের প্রভাবে গত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। মিরপুরে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও দুপুর হতে তীব্রতা আরও বেড়ে যায়। ফলে ভেজা আউটফিল্ড, উইকেট থেকে কাভারে সরানোর কোনো উপায় ছিল না।

 

নিম্নচাপের প্রভাব গতকাল টেস্টের প্রথম দিনেও পড়েছিল। মেঘলা আকাশ, মাঝে মাঝে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিও ছিল। খেলা হয়েছিল ৭৯ ওভার। নিজেদের পাতা স্পিনে ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৬.২ ওভারে অলআউট হয়েছে ১৭২ রানে। তবে এরপরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। ১২.৪ ওভারে ৫৫ রানে ৫ উইকেটে দিন শেষ করেছে সফরকারীরা।

সেটি পুষিয়ে নিতে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল আরও ১৫ মিনিট আগে। সাড়ে ৯টা থেকে প্রতিদিন খেলা শুরু হওয়ার কথা থাকলেও আজ ৯টা ১৫ মিনিটে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন অফিসিয়ালরা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত