বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম সম্পর্কে আর্জেন্টিনা টের পেয়েছে গত বছর বেশ ভালোভাবেই। আর্জেন্টিনার ম্যাচের সময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা। বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে আর্জেন্টিনা তখন বেশ প্রচার-প্রচারণা চালিয়েছে। এবার ২০২৩ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে দারুণ এক ‘টোটকা’ দিয়েছে আর্জেন্টিনা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। যেখানে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের অবস্থা তেমন একটা ভালো নয়। মাঠের পারফরম্যান্স, মাঠের বাইরের ঘটনাসহ ‘অস্বস্তিকর’ অবস্থা থেকেই খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশকে যেন মানসিকভাবে উজ্জীবিত করল আর্জেন্টিনা ফুটবল দল। ভারতে চলমান বিশ্বকাপে সাকিবদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেলতে বলেছে লিওনেল স্কালোনির দল। যেখানে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেও হয়েছে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ শুরু করতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেললে জয় নিশ্চিত।’
এছাড়া বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনা তাদের দেশে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনির কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ নিয়ে প্রশংসা। এমনকি আর্জেন্টাইন কোনো এক লিগেও দেখা গেছে বাংলাদেশের পতাকা। আর এ বছরের ৩ জুলাই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশে এসে ‘বাজপাখি’ শব্দটা বেশ পছন্দ হয়েছিল মার্তিনেজের।
বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম সম্পর্কে আর্জেন্টিনা টের পেয়েছে গত বছর বেশ ভালোভাবেই। আর্জেন্টিনার ম্যাচের সময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লা। বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে আর্জেন্টিনা তখন বেশ প্রচার-প্রচারণা চালিয়েছে। এবার ২০২৩ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে দারুণ এক ‘টোটকা’ দিয়েছে আর্জেন্টিনা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে ২০২৩ বিশ্বকাপ। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। যেখানে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের অবস্থা তেমন একটা ভালো নয়। মাঠের পারফরম্যান্স, মাঠের বাইরের ঘটনাসহ ‘অস্বস্তিকর’ অবস্থা থেকেই খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশকে যেন মানসিকভাবে উজ্জীবিত করল আর্জেন্টিনা ফুটবল দল। ভারতে চলমান বিশ্বকাপে সাকিবদের চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেলতে বলেছে লিওনেল স্কালোনির দল। যেখানে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেও হয়েছে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ শুরু করতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়ে খেললে জয় নিশ্চিত।’
এছাড়া বিশ্বকাপ চলার সময় আর্জেন্টিনা তাদের দেশে বাংলাদেশের পতাকা উড়িয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনির কণ্ঠেও ঝরেছে বাংলাদেশ নিয়ে প্রশংসা। এমনকি আর্জেন্টাইন কোনো এক লিগেও দেখা গেছে বাংলাদেশের পতাকা। আর এ বছরের ৩ জুলাই বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশে এসে ‘বাজপাখি’ শব্দটা বেশ পছন্দ হয়েছিল মার্তিনেজের।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৭ ঘণ্টা আগে