Ajker Patrika

জয়ের লক্ষ্য নিয়েই খেলবে দল, জানালেন খালেদ

আপডেট : ১৮ জুন ২০২২, ১২: ০১
জয়ের লক্ষ্য নিয়েই খেলবে দল, জানালেন খালেদ

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে আশার আলো সঞ্চার করেছেন বাংলাদেশের বোলাররা। দিন শেষে তবু ১১২ রানে পিছিয়ে আছে সাকিব আল হাসানের দল। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। কাল দিনের শেষ অংশে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পিছিয়ে থেকে ইতিবাচক চিন্তা করছেন খালেদ আহমেদ।

খালেদের আফসোস, আরও  ১০-২০ রান আগেই যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস মুড়িয়ে দেওয়া যেত! তবু দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি জানিয়েছেন, এই অবস্থা থেকেও জেতার জন্য খেলবে দল। বাংলাদেশি এই পেসার বলেন, ‘খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই।  আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্‌ ভালো খেলবে। আমরা জেতার জন্যই খেলব।’  

জয়ের চিন্তার পাশাপাশি ম্যাচ পাঁচ দিনে নেওয়াও খালেদের লক্ষ্য। এজন্য স্কোরবোর্ডে যথেষ্ট রানও থাকতে হবে সে কথা মনে করিয়ে দিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বললেন, ‘আমাদের চেষ্টা থাকবে স্কোরবোর্ডে রান তোলা। ব্যাটাররা  যত রান দেবে, তত ভালো হবে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়।’

২২ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খালেদ। উইকেট নেওয়ার পাশাপাশি ভালো জায়গায় বল রেখে রান আটকানোর কাজটাও ঠিকঠাক করে গেছেন। ২.৬৮ ইকোনমিই সেটির প্রমাণ দিচ্ছে। ক্যারিয়ারের শুরুতে খুব একটা আলো ছড়াতে না পারলেও দিনদিন নিজেকে মেলে ধরছেন এই পেসার। করোনার সময়টা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এ নিয়ে খালেদ বলেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় চোটে পড়ি। এরপর করোনা আসে। ওই সময়টা কাজে লাগিয়েছি। তাছাড়া পেছন থেকে অনেকেই সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে সহায়তা করেছেন, এ জন্যই আমি আজকে এখানে এসেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত