Ajker Patrika

উইন্ডিজে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল, জানালেন শান্ত

আপডেট : ১০ জুন ২০২২, ১৬: ২৪
উইন্ডিজে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল, জানালেন শান্ত

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একটু আগেভাগেই ওয়েস্ট ইন্ডিজে গেছে বাংলাদেশ দলের একটা বড় অংশ। এই সফরে তিন সংস্করণেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে তাই বেশ ভালো সময় পেয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা।

কিছুটা সময় পাওয়ায় প্রস্তুতির আগে ভ্রমণক্লান্তিও কাটিয়ে উঠতে পেরেছেন ক্রিকেটাররা। এক ভিডিও বার্তায় শান্ত সে কথা জানিয়েছেন। ২৩ বছর বয়সী এক ওপেনার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, একটা ইতিবাচক দিক ছিল যে আমরা কজন আগে এসেছি। আগে আসার কারণে যে জিনিসটা হয়েছে, যেহেতু অনেক দূর বাংলাদেশ থেকে এসেছি, জেট লেগের যে ব্যাপারটা ছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগে আসার কারণে আমরা জিমটিমও করেছি, একটু ফানি গেমসটেমসও খেলছি। সব মিলিয়ে এখানে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, ওটা ভালো হয়েছে।’ 

মূল লড়াইয়ের আগে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে এই কদিন প্রস্তুতিটা কেমন হলো সে কথা জানিয়ে শান্ত বলেছেন, ‘আজকে (গতকাল) আমাদের প্রথম অনুশীলন সেশন ছিল। খুব ভালো অনুশীলন হয়েছে, ফিল্ডিং, ব্যাটিং সেশনও করেছি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে আছি। আমাদের একটা প্রস্তুতি ম্যাচও আছে। আশা করছি খুব ভালোভাবে মানিয়ে নিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত