ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ তো পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারের পর শান্ত জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরা কাঁপিয়ে দেবেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শান্ত গত রাতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরার পর ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনের শুরুতে বাঘ আর ক্রিকেটের ইমোজি দিয়েছেন। ইমোজি দেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব। একটা ঝড় আসছে।’ যেভাবে ব্যাট তাক করে আছেন, তাতে মনে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে সব সমালোচনার জবাব দেবেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত রাতে বাংলাদেশ দলকে নিয়ে আবারও পোস্ট করেছে। শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। আইসিসি ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’ এটা লেখার পর ছবিতে থাকা চার ক্রিকেটারের নাম উল্লেখ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বাংলাদেশকে নিয়ে দেওয়া এই পোস্টে রিঅ্যাকশন এসেছে ৮৭ হাজার। আইসিসির পোস্ট করা ছবিতে শান্তর মতো ব্যাট উঁচিয়ে থাকতে দেখা গেছে জাকেরকে। নিজের ফেসবুক পেজে শান্ত এই ছবিটাই পোস্ট করেছেন।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বাংলাদেশ প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শান্তর দল ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান শাহিনস।
দুবাইয়ে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান এই দুটি ম্যাচ। শান্তর কথা সত্যি হবে কি না, সেটার উত্তর সময়ই দেবে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ তো পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারের পর শান্ত জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরা কাঁপিয়ে দেবেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শান্ত গত রাতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরার পর ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনের শুরুতে বাঘ আর ক্রিকেটের ইমোজি দিয়েছেন। ইমোজি দেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব। একটা ঝড় আসছে।’ যেভাবে ব্যাট তাক করে আছেন, তাতে মনে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে সব সমালোচনার জবাব দেবেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত রাতে বাংলাদেশ দলকে নিয়ে আবারও পোস্ট করেছে। শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। আইসিসি ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’ এটা লেখার পর ছবিতে থাকা চার ক্রিকেটারের নাম উল্লেখ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বাংলাদেশকে নিয়ে দেওয়া এই পোস্টে রিঅ্যাকশন এসেছে ৮৭ হাজার। আইসিসির পোস্ট করা ছবিতে শান্তর মতো ব্যাট উঁচিয়ে থাকতে দেখা গেছে জাকেরকে। নিজের ফেসবুক পেজে শান্ত এই ছবিটাই পোস্ট করেছেন।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বাংলাদেশ প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শান্তর দল ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান শাহিনস।
দুবাইয়ে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান এই দুটি ম্যাচ। শান্তর কথা সত্যি হবে কি না, সেটার উত্তর সময়ই দেবে।
চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ আজ। ‘এ’ গ্রুপে দু’দলের এটি দ্বিতীয় ম্যাচ। তবে আজকের ম্যাচের ফলের ওপর নির্ভার করছে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে থাকার সমীকরণও।
১ ঘণ্টা আগেদুই আর্জেন্টাইনের গোলে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। একটু পরই দুই বদলি খেলোয়াড়ের গোলে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। মেস্তালা স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গেলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো...
২ ঘণ্টা আগেচলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। কিন্তু সেখানে নেই জাহানারা আলম। মানসিক অবসাদের কারণে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। পরে জানা গেছে, তিনি এ মুহূর্তে সিডনি ক্রিকেট ক্লাবের দ্বিতীয় গ্রেডের দলে খেলছেন।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পায়নস ট্রফিতে আজ হাইভোল্টেজ ম্যাচে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-লিভারপুল।
৪ ঘণ্টা আগে