ক্রীড়া ডেস্ক
লাহোরে আজ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি সেমিফাইনালের টিকিট কাটার ম্যাচ। যে জিতবে, সে-ই কাটবে সেমিফাইনালের টিকিট। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহীদি।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলছে আফগানিস্তান। সেমিফাইনালে উঠলে সেটা আফগানিস্তানের জন্য হবে ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়েছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান নুর আহমাদ। পেস আক্রমণে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের সঙ্গে থাকছেন সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ। রহমতের লেগ স্পিনারও কার্যকরী হতে পারে। আর উইকেটরক্ষকের গ্লাভস পরবেন গুরবাজ। আর অস্ট্রেলিয়ার একাদশে আছেন এক স্পিনার ও তিন পেসার। পেস আক্রমণে থাকছেন বেন ডোয়ারশুইস, স্পেনসার জনসন ও নাথান এলিস। স্পিন আক্রমণে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মারনাস লাবুশেন। থাকছেন দুই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ও জস ইংলিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে ইংলিসের হাতে।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান এই নিয়ে পঞ্চম ওয়ানডে খেলছে। এর আগের চার ম্যাচের চারটিতেই জিতেছে অজিরা। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দল দুটি। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে অজিরা ম্যাচ কেড়ে নিয়েছিল আফগানদের থেকে।
‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসেবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। আফগানরা আজ হারলেই বিদায়। অজিরা হারলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে ইংলিশদের। যাতে করে নেট রানরেটে প্রোটিয়ারা পিছিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার নেট রানরেট +২.১৪ ও +০.৪৭৫। রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
আফগানিস্তানের একাদশ
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমদ, ফজলহক ফারুকি
অস্ট্রেলিয়ার একাদশ
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, বেন ডোয়ারশুইস, স্পেনসার জনসন
লাহোরে আজ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচটি সেমিফাইনালের টিকিট কাটার ম্যাচ। যে জিতবে, সে-ই কাটবে সেমিফাইনালের টিকিট। অজিদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহীদি।
চ্যাম্পিয়নস ট্রফিতে এবারই প্রথমবার খেলছে আফগানিস্তান। সেমিফাইনালে উঠলে সেটা আফগানিস্তানের জন্য হবে ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। একাদশে তিন পেসার ও তিন স্পিনার নিয়েছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খানের সঙ্গে থাকছেন বাঁহাতি চায়নাম্যান নুর আহমাদ। পেস আক্রমণে বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরানের সঙ্গে থাকছেন সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ। রহমতের লেগ স্পিনারও কার্যকরী হতে পারে। আর উইকেটরক্ষকের গ্লাভস পরবেন গুরবাজ। আর অস্ট্রেলিয়ার একাদশে আছেন এক স্পিনার ও তিন পেসার। পেস আক্রমণে থাকছেন বেন ডোয়ারশুইস, স্পেনসার জনসন ও নাথান এলিস। স্পিন আক্রমণে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মারনাস লাবুশেন। থাকছেন দুই উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি ও জস ইংলিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে ইংলিসের হাতে।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান এই নিয়ে পঞ্চম ওয়ানডে খেলছে। এর আগের চার ম্যাচের চারটিতেই জিতেছে অজিরা। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দল দুটি। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে অজিরা ম্যাচ কেড়ে নিয়েছিল আফগানদের থেকে।
‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দুই দলেরই পয়েন্ট ৩। এখানেও নেট রানরেটের হিসেবে গ্রুপে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের দুই ম্যাচে ২ পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি। আফগানরা আজ হারলেই বিদায়। অজিরা হারলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে ইংলিশদের। যাতে করে নেট রানরেটে প্রোটিয়ারা পিছিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার নেট রানরেট +২.১৪ ও +০.৪৭৫। রাওয়ালপিন্ডিতে ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
আফগানিস্তানের একাদশ
হাশমতউল্লাহ শাহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমদ, ফজলহক ফারুকি
অস্ট্রেলিয়ার একাদশ
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ট্রাভিস হেড, ম্যাথু শর্ট, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, বেন ডোয়ারশুইস, স্পেনসার জনসন
হারারেতে এ সপ্তাহের সোমবার দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় পেয়েছিল প্রোটিয়ারা। জিম্বাবুয়ে আজ খেলবে টুর্নামেন্টে প্রথম জয় খুঁজতে। বাংলাদেশ সময় আজ বেলা ৫টায় হারারেতে শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড ম্যাচ
১ ঘণ্টা আগেদিয়োগো জোতার মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও তিনি যে অমর হয়ে আছেন সকলের মনে। টেনিস কোর্ট, ক্রিকেট স্টেডিয়াম—সব খানেই তাঁকে স্মরণ করছেন খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা। এবার ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের হল অব ফেমে নাম উঠে গেল জোতার।
১ ঘণ্টা আগেপ্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
২ ঘণ্টা আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
২ ঘণ্টা আগে