Ajker Patrika

সেমির সম্ভাবনা জোরালো করল অস্ট্রেলিয়া

সেমির সম্ভাবনা জোরালো করল অস্ট্রেলিয়া

সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রিসবেনের গ্যাবায় আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সেমির সম্ভাবনা জোরালো করেছে অজিরা। 

 ১৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। প্রথম ৪ ওভারের মধ্যে ২৫ রানে আইরিশরা হারায় ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। লরকান টাকার-গ্যারেথ ডেলানির ৩৩ বলের জুটি থেকে আসে ৪৪ রান। ডেলানিকে আউট করে এই জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। 

 ৬৮ রানে ৬ উইকেট হারানোর পরে একাই লড়েছেন টাকার। টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটিও তুলে নেন এই টপ অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত ৪৮ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আইরিশদের ইনিংসে বলার মতো স্কোর এটিই। ১৮.১ ওভারে তারা অলআউট হয় ১৩৭ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। 

ম্যাচসেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ। ৪৪ বলে ৬৩ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ইনিংসে পাঁচটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়েছেন ফিঞ্চ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে অস্ট্রেলিয়া করে ১৭৯ রান। আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকার্থি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত