Ajker Patrika

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ৬ দিনের টেস্ট, ফিরল বাংলাদেশের স্মৃতি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩১
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ৬ দিনের টেস্ট, ফিরল বাংলাদেশের স্মৃতি

কিছুটা অদ্ভুত মনে প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক টেস্ট আবার ছয় দিনের হয় কীভাবে? গলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের চলতি প্রথম টেস্ট হবে ছয় দিন। ক্রিকেটপ্রেমীরা এমন কিছুর সাক্ষী হবেন প্রায় ১৬ বছর পর। 

গল টেস্টের ইতিমধ্যে তিন দিন শেষ হয়েছে। আজ চতুর্থ দিন দেওয়া হয়েছে বিশ্রাম। পাঁচ দিনের পরিবর্তে ছয় দিনের টেস্ট এখন এটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর (আজ) শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তাই আয়োজক দলের খেলোয়াড়েরা নিজ নিজ নির্বাচনী এলাকা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন।

 ২০২২ সালে শ্রীলঙ্কায় আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিদায়ের পর এটি প্রথম নির্বাচন। লঙ্কান খেলোয়াড়দের পাশাপাশি অনেক মাঠকর্মী, সাংবাদিক, ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল এবং বোর্ডের কর্মীরাও ভোট দিতে যাবেন। এ জন্য গল টেস্টে আজ দেওয়া হয়েছে বিশ্রামের দিন। 

এর আগে সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। ঠিক একই সময়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা টেস্ট চলছিল। নির্বাচনের কারণে তৃতীয় দিনের পর চতুর্থ দিন বিশ্রাম দেওয়া হয়। নির্বাচনের জন্য বিশ্রাম, এমন ঘটনা শ্রীলঙ্কায় এর আগে কখনো ঘটেনি। 

গল টেস্টে ৩৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকেরা লিড নিয়েছেন ২০২ রানের। এর আগে নিউজিল্যান্ড ৩৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে ৩৪০ রানে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছিল ৩০৫ রান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত