Ajker Patrika

ফিরেই চেন্নাইয়ের জয়ে অবদান রাখতে পেরে খুশি মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০: ৩৩
Thumbnail image

বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার। 

প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি। 

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’

 কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত