Ajker Patrika

‘শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলতে আসিনি’, আফগান অধিনায়কের জবাব

গত ওয়ানডে বিশ্বকাপে আফগানদের বিপক্ষে অতিমানবীয় ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ছবি: আইসিসি
গত ওয়ানডে বিশ্বকাপে আফগানদের বিপক্ষে অতিমানবীয় ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ছবি: আইসিসি

সেদিন তর্কসাপেক্ষে ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটাই খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে হওয়া সেই ম্যাচে আফগানিস্তানের ২৯১ রানের জবাব দিতে এসে ৯১ রানে ৭ উইকেট খুইয়ে পথ হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। সবাই যখন ধরেই নিয়েছিলেন আফগানদের হাতে আজ আর রক্ষা নেই অজিদের, ঠিক তখনই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ২০১* রানের অতিমানবীয় ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় অস্ট্রেলিয়া। সেই স্মৃতি কি ভোলার কথা হাসমতউল্লাহ শহিদিদের!

গতকাল রাতে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার পরই আফগানিস্তান অধিনায়ক নিজেদের করণীয়টা ঠিক করে ফেলেছেন—এবার হারাতে চান অস্ট্রেলিয়াকে। আর সেটি হলে এক ঢিলে দুই পাখি মারবে আফগানিস্তান—ওয়ানডেতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারাবে তারা, উঠে যাবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও। তাই লাহোরে আফগানদের আগামীকালের লক্ষ্য অস্ট্রেলিয়া বধ। তবে শুধুমাত্র ম্যাক্সওয়েলকে নিয়ে পড়ে নেই তারা।

সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আপনার (সাংবাদিক) কি মনে হয়, আমরা কেবল ম্যাক্সওয়েলের সঙ্গেই খেলতে এসেছি? পুরো অস্ট্রেলিয়া দলকে নিয়েই পরিকল্পনা করেছি আমরা। আমি জানি সে (ম্যাক্সওয়েল) ২০২৩ বিশ্বকাপে খুবই ভালো খেলেছে। কিন্তু সেটা এখন অতীত।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও মনে করিয়ে দিয়েছেন শহিদি। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আফগানরা এবং প্রথমবারের মতো উঠে যায় আইসিসির বৈশ্বিক কোনো ইভেন্টের সেমিফাইনালে। অতীতের স্মৃতি নয়, ইংল্যান্ডকে হারিয়ে যে ছন্দে আছে আফগানরা, অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সেটাই বড় অস্ত্র শহিদিদের, ‘ওয়ানডে বিশ্বকাপের পর আমরা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারিয়েছি। আমরা সব প্রতিপক্ষকে নিয়েই ভাবি। শুধুমাত্র কোনো খেলোয়াড়কে নিয়ে ভেবে মাঠে আসি না। আমরা চেষ্টা করব পরিকল্পনা অনুযায়ী খেলার। আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি।’

আফগানদের কোচ জোনাথন ট্রট তো মনে করেন, আফগানদের নিয়ে অন্যদের ধারণাই পাল্টে গেছে, ‘বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং (পরশু রাতে) এখন যা ঘটল, খেলোয়াড়দের বলেছি; আফগানিস্তানকে কেউ এখন হালকাভাবে নেবে না। আগে সবাই আমাদের ম্যাচের দিকে তাকিয়ে হয়তো ভেবেছেন, ইতিহাস-ঐতিহ্য আছে এমন কোনো টেস্ট দলের মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ। কিন্তু এই সংস্করণ এবং এই কন্ডিশনে, সেটা আমি মনে করি না। অস্ট্রেলিয়াও আমাদের হালকাভাবে নেবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত