নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে বৃষ্টি থেমেছে। উইকেট থেকে সরানো হয়েছে কাভার। এখন চলছে মাঠ শুকানোর কাজ। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ এখনো মেঘে ভারী হয়ে আছে। তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা জানতে বেলা ১১টায় আবারও মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। খেলা শুরু হবে বেলা ১২টায়।
খেলোয়াড়েরাও মাঠে নেট টানিয়ে ব্যাটিং অনুশীলন করছেন। আজও সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু করার কথা ছিল। ভেজা মাঠ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে আকাশ ভারী হলেও এখন নেই বৃষ্টি।
গতকাল দ্বিতীয় দিনও সকাল সোয়া ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল।সমুদ্রে নিম্নচাপের কারণে সারা দিন ছিল বৃষ্টি। মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম দিনও খেলা হয়েছিল ফ্লাডলাইটের আলোয়।
প্রথম দিন খেলা হয়েছিল ৭৯ ওভার। সেটি পুষিয়ে নিতে গত দুই দিন খেলা ১৫ মিনিট আগে শুরুর পরিকল্পনা করেছিলেন আম্পায়াররা। নিজেদের পাতা স্পিনের ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৭২ রানে।
এর পরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামলে তাদের ৪৬ রানে ৫ উইকেট ড্রেসিংরুমে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৫৫ রানে দিন শেষ করেছিল সফরকারীরা।
মিরপুরে বৃষ্টি থেমেছে। উইকেট থেকে সরানো হয়েছে কাভার। এখন চলছে মাঠ শুকানোর কাজ। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ এখনো মেঘে ভারী হয়ে আছে। তৃতীয় দিনের খেলা কখন শুরু হবে তা জানতে বেলা ১১টায় আবারও মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। খেলা শুরু হবে বেলা ১২টায়।
খেলোয়াড়েরাও মাঠে নেট টানিয়ে ব্যাটিং অনুশীলন করছেন। আজও সকাল ৯টা ১৫ মিনিট থেকে খেলা শুরু করার কথা ছিল। ভেজা মাঠ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে আকাশ ভারী হলেও এখন নেই বৃষ্টি।
গতকাল দ্বিতীয় দিনও সকাল সোয়া ৯টা থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল।সমুদ্রে নিম্নচাপের কারণে সারা দিন ছিল বৃষ্টি। মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রথম দিনও খেলা হয়েছিল ফ্লাডলাইটের আলোয়।
প্রথম দিন খেলা হয়েছিল ৭৯ ওভার। সেটি পুষিয়ে নিতে গত দুই দিন খেলা ১৫ মিনিট আগে শুরুর পরিকল্পনা করেছিলেন আম্পায়াররা। নিজেদের পাতা স্পিনের ফাঁদে হাঁসফাঁস করে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৭২ রানে।
এর পরও বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। ঘূর্ণি থেকে রেহাই পাচ্ছে না নিউজিল্যান্ডও। প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামলে তাদের ৪৬ রানে ৫ উইকেট ড্রেসিংরুমে ফেরান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৫৫ রানে দিন শেষ করেছিল সফরকারীরা।
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতেই এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
২৫ মিনিট আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
২ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে