Ajker Patrika

বাংলাদেশে ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ১৬ অক্টোবর আসছে দক্ষিণ আফ্রিকা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের প্রথমটি মিরপুরে, পরেরটি চট্টগ্রামে। 

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভ্রমণে যে কটি দেশের নাগরিকদের সীমাবদ্ধতা ছিল, সে তালিকায় দক্ষিণ আফ্রিকা ছিল না। তবে আগামী মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) তাদের খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে কথা বলে নিচ্ছে। বিসিবি অবশ্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে সফরের ব্যাপারে সব রকম আশ্বস্ত করেছে। 

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোচ্ছে। বিসিবির কাছে যে তথ্য চাওয়া হয়েছে, এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে সব জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত