Ajker Patrika

বৃষ্টি আর কতক্ষণ অপেক্ষায় রাখবে ধোনি-পান্ডিয়াদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২৩, ২১: ৫৪
Thumbnail image

বেশ কিছু দিন ধরেই আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে। আজ বৃষ্টির চাপ আরও প্রবল হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তার প্রমাণ পাওয়া গেছে। মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে শহরটিতে। এতে করে আইপিএলের ফাইনাল আজ বেরসিক বৃষ্টিতে পণ্ড হওয়ার সম্ভাবনায় রয়েছে। 

এতে করে স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের টস পিছিয়েছে। তবে আশার কথা হচ্ছে ক্রিকইনফো জানাচ্ছে বৃষ্টি থামার সম্ভাবনা দেখা দিচ্ছি। যদিও প্রাকৃতিক দুর্যোগের উপর কারও হাত নেই।

সে যাই হোক ম্যাচের ফল নির্ধারণ হওয়ার সময় অবশ্য এখনো যথেষ্ট রয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পুরো ২০ ওভার খেলার সময় রয়েছে। এ সময়ের মধ্যেও বৃষ্টি না থামলে বিকল্প আরও পথ রয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ম্যাচের ফল পেতে কমপক্ষে ৫ ওভারের খেলা হতে হবে। এই সমীকরণের জন্য রাত ১২টা ৩৬ মিনিট পর্যন্ত সময় রয়েছে।
 
এরপরও যদি না হয় তাহলে সর্বশেষ ব্যবস্থা হিসেবে রিজার্ভ ডে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। ফাইনালের মতো এমন মহাযজ্ঞ হয়তো এভাবে শেষ করতে চাইছে না কর্তৃপক্ষ। শুরুতে অবশ্য রিজার্ভ ডে ছিল না। তবে আজ যেখানে শেষ হবে ঠিক সেখান থেকেই আগামীকাল খেলা শুরু হবে।

শেষ পর্যন্ত এমনটা হলে মাহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলকে আগামীকালের জন্য খেলার তাড়না ধরে রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত