ক্রীড়া ডেস্ক
লর্ডসে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে কিছুদিন আগে একরকম ‘যুদ্ধ’ হলো অ্যাশেজে, যার আঁচ লেগেছিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের গাঁয়েও। টুইটারে একে অপরের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অ্যান্থনি আলবানিজ।
মাঝে হেডিংলি টেস্ট শেষ হলেও বেয়ারস্টোর আউট নিয়ে যেন খোঁচাখুঁচি শেষ হয়নি দুই প্রধানমন্ত্রীর। তা না হলে কেন ন্যাটো সামিটে গিয়েও অ্যাশেজ নিয়ে মজা করছেন সুনাক ও আলবানিজ। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে গিয়ে অ্যাশেজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবিতে তুলে ধরেছেন তাঁরা।
অ্যান্থনি আলবানিজের শেয়ার করা ডিভিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত ফাইল থেকে এখন পর্যন্ত হওয়া অ্যাশেজের ফল ২–১ দেখাচ্ছেন। এর পাল্টা জবাব দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক ক্রিস ওকস ও মার্ক উডের উদ্যাপনের ছবি দেখিয়েছেন। তবে এর পরেই বিতর্কিত আউট সামনে নিয়ে আসেন আলবানিজ। তবে বেয়ারস্টোর আউটের ছবি দেখানোর সময় অবশ্য তিনি বলে নেন যে, ‘আমি সত্যি এবার উত্তেজিত করার চেষ্টা করছি।’
বেয়ারস্টোর ছবি দেখানোর সময় হাসিতে ফেটে পড়েন সুনাক। আর আলবানিজ পা দিয়ে দাগ টেনে দেখিয়ে দেন দাগের বাইরে গিয়ে ইংল্যান্ড উইকেটরক্ষকের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি। এই ছবির বিপরীতে কোনো ছবি দেখাতে না পারলেও সুনাক মুখে একটা জবাব দেন। তিনি বলেছেন, ‘দুঃখিত, আমি স্যান্ডপেপার সঙ্গে নিয়ে আসিনি।’
২০১৮ সালের বল টেম্পারিংয়ের কেলেঙ্কারি বোঝাতে স্যান্ডপেপারের কাহিনি তুলে ধরেছেন সুনাক। অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার দিয়ে বল ঘষে নিষিদ্ধ হয়েছিলেন। দুই সতীর্থের সঙ্গে সে সময় ক্যামেরন ব্যানক্রফটও নিষিদ্ধ হয়েছিলেন।
লর্ডসে জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে কিছুদিন আগে একরকম ‘যুদ্ধ’ হলো অ্যাশেজে, যার আঁচ লেগেছিল যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের গাঁয়েও। টুইটারে একে অপরের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অ্যান্থনি আলবানিজ।
মাঝে হেডিংলি টেস্ট শেষ হলেও বেয়ারস্টোর আউট নিয়ে যেন খোঁচাখুঁচি শেষ হয়নি দুই প্রধানমন্ত্রীর। তা না হলে কেন ন্যাটো সামিটে গিয়েও অ্যাশেজ নিয়ে মজা করছেন সুনাক ও আলবানিজ। লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে গিয়ে অ্যাশেজের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ছবিতে তুলে ধরেছেন তাঁরা।
অ্যান্থনি আলবানিজের শেয়ার করা ডিভিওতে দেখা যায়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত ফাইল থেকে এখন পর্যন্ত হওয়া অ্যাশেজের ফল ২–১ দেখাচ্ছেন। এর পাল্টা জবাব দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সুনাক ক্রিস ওকস ও মার্ক উডের উদ্যাপনের ছবি দেখিয়েছেন। তবে এর পরেই বিতর্কিত আউট সামনে নিয়ে আসেন আলবানিজ। তবে বেয়ারস্টোর আউটের ছবি দেখানোর সময় অবশ্য তিনি বলে নেন যে, ‘আমি সত্যি এবার উত্তেজিত করার চেষ্টা করছি।’
বেয়ারস্টোর ছবি দেখানোর সময় হাসিতে ফেটে পড়েন সুনাক। আর আলবানিজ পা দিয়ে দাগ টেনে দেখিয়ে দেন দাগের বাইরে গিয়ে ইংল্যান্ড উইকেটরক্ষকের দাঁড়িয়ে থাকার দৃশ্যটি। এই ছবির বিপরীতে কোনো ছবি দেখাতে না পারলেও সুনাক মুখে একটা জবাব দেন। তিনি বলেছেন, ‘দুঃখিত, আমি স্যান্ডপেপার সঙ্গে নিয়ে আসিনি।’
২০১৮ সালের বল টেম্পারিংয়ের কেলেঙ্কারি বোঝাতে স্যান্ডপেপারের কাহিনি তুলে ধরেছেন সুনাক। অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার স্যান্ডপেপার দিয়ে বল ঘষে নিষিদ্ধ হয়েছিলেন। দুই সতীর্থের সঙ্গে সে সময় ক্যামেরন ব্যানক্রফটও নিষিদ্ধ হয়েছিলেন।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩৭ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে