নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
হারের ডাবল হ্যাটট্রিক এড়াতে সিলেট স্ট্রাইকার্সকে আজ জিততেই হবে। যদিও এই ম্যাচেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা তেমন বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। শুরুর বিপর্যয়ে কাটিয়ে দারুণ এক ফিফটিতে দলকে ১৪২ রানে সংগ্রহ এনে দেন মোহাম্মদ মিথুন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরীফুল ইসলামের তোপে পড়ে সিলেট। ১৩ রানেই হারায় তারা ৩ উইকেট। রানের খাতা খোলার আগেই ওপেনার শামসুর রহমান শুভ ফেরেন রানের খাতা খোলার আগেই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বল ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে বোল্ড হন শুভ।
দুই ওভার পরে আবারও আক্রমণে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন শরীফুল, দুর্দান্ত দুই ইনসুইং ডেলিভারিতে একে একে ফেরান নাজমুল হোসেন শান্ত (৩) ও জাকির হাসানকে (০)।
সিলেটের এই শোচনীয় শুরুটাকে আরও শোচনীয় করতে উঠে পড়ে লাগে দুর্দান্ত ঢাকা। উইকেটের চাহিদা মেটাতে তাই পাওয়ার প্লের ৬ ওভারে ২টি রিভিউ খরচ করে ঢাকা। তাসকিন আহমেদের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বল পায়ে লাগে মিঠুনের, সেখানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট আদায় করে নিতে জোরাল আবেদন করে ঢাকা। সেই আবেদন আম্পায়ার সাড়া না দিলে, রিভিউ নেয় তারা। রিভিউতে দেখা যায় যে বলটি ইনসাইড এজ হয়ে মিঠুনের পায়ে আঘাত হানে। ফলে প্রথমবার রিভিউ হারায় ঢাকা। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সামিত প্যাটেলকে দ্রুত সাজঘরে পাঠানোর আশায় আবারও রিভিউ নেয় ঢাকা। সেটাও বাদ যায়।
ঢাকার রিভিউ নষ্ট করে বেঁচে যাওয়া অধিনায়ক মিঠুনের চেষ্টায় বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। ৩৬ বলে ফিফটি তুলে নেন মিঠুন। মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ায় স্ট্রাইকার্সের নেতৃত্বের ভার আসে মিঠুনের কাঁধে।
ফিফটি করার পথে মিঠুন চতুর্থ উইকেটে প্যাটেলের সঙ্গে গড়েন ৫৭ রানের দারুণ এক জুটি। এই জুটিতে চড়ে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। দলীয় ৭০ রানে পাটেলকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। এরপর রায়ান বার্ল ফিরেন দ্রুত, তবে উইকেটে অবিচল ছিলেন মিথুন। ফিফটি করার পাশাপাশি সিলেটকে ১৪২ রানের পুঁজি পাইয়ে দেন মিথুন। ৪৬ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শেষ দিকে ৩ ছক্কায় ৯ বলে ২১ রান করেছেন আরিফুল হক। ২৪ রান দিয়ে শরীফুল নিয়েছেন ৪টি উইকেট।
হারের ডাবল হ্যাটট্রিক এড়াতে সিলেট স্ট্রাইকার্সকে আজ জিততেই হবে। যদিও এই ম্যাচেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা তেমন বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। শুরুর বিপর্যয়ে কাটিয়ে দারুণ এক ফিফটিতে দলকে ১৪২ রানে সংগ্রহ এনে দেন মোহাম্মদ মিথুন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরীফুল ইসলামের তোপে পড়ে সিলেট। ১৩ রানেই হারায় তারা ৩ উইকেট। রানের খাতা খোলার আগেই ওপেনার শামসুর রহমান শুভ ফেরেন রানের খাতা খোলার আগেই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বল ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে বোল্ড হন শুভ।
দুই ওভার পরে আবারও আক্রমণে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন শরীফুল, দুর্দান্ত দুই ইনসুইং ডেলিভারিতে একে একে ফেরান নাজমুল হোসেন শান্ত (৩) ও জাকির হাসানকে (০)।
সিলেটের এই শোচনীয় শুরুটাকে আরও শোচনীয় করতে উঠে পড়ে লাগে দুর্দান্ত ঢাকা। উইকেটের চাহিদা মেটাতে তাই পাওয়ার প্লের ৬ ওভারে ২টি রিভিউ খরচ করে ঢাকা। তাসকিন আহমেদের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বল পায়ে লাগে মিঠুনের, সেখানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট আদায় করে নিতে জোরাল আবেদন করে ঢাকা। সেই আবেদন আম্পায়ার সাড়া না দিলে, রিভিউ নেয় তারা। রিভিউতে দেখা যায় যে বলটি ইনসাইড এজ হয়ে মিঠুনের পায়ে আঘাত হানে। ফলে প্রথমবার রিভিউ হারায় ঢাকা। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সামিত প্যাটেলকে দ্রুত সাজঘরে পাঠানোর আশায় আবারও রিভিউ নেয় ঢাকা। সেটাও বাদ যায়।
ঢাকার রিভিউ নষ্ট করে বেঁচে যাওয়া অধিনায়ক মিঠুনের চেষ্টায় বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। ৩৬ বলে ফিফটি তুলে নেন মিঠুন। মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ায় স্ট্রাইকার্সের নেতৃত্বের ভার আসে মিঠুনের কাঁধে।
ফিফটি করার পথে মিঠুন চতুর্থ উইকেটে প্যাটেলের সঙ্গে গড়েন ৫৭ রানের দারুণ এক জুটি। এই জুটিতে চড়ে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। দলীয় ৭০ রানে পাটেলকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। এরপর রায়ান বার্ল ফিরেন দ্রুত, তবে উইকেটে অবিচল ছিলেন মিথুন। ফিফটি করার পাশাপাশি সিলেটকে ১৪২ রানের পুঁজি পাইয়ে দেন মিথুন। ৪৬ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শেষ দিকে ৩ ছক্কায় ৯ বলে ২১ রান করেছেন আরিফুল হক। ২৪ রান দিয়ে শরীফুল নিয়েছেন ৪টি উইকেট।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে