Ajker Patrika

জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জোড়া সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদশের জন্য এই ম্যাচের সমীকরণ শুধু একটাই, জিততেই হবে। তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ম্যাচের হতাশা ভুলতে এই ম্যাচে ব্যাটারদের কাছে বড় স্কোরের আশা প্রকাশ করেছিলেন সাকিব। 

বাংলাদেশ অধিনায়ককে আশাহত করেননি তাঁর ব্যাটাররা। জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় লক্ষ্যেই দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩৩৪ রান। আফগানদের বিপক্ষে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের। আগের সর্বোচ্চ ৩০৬ রান ছিল। 

 বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৬০ রান। ৩২ বলে ২৮ রান করে নাঈম আউট হন। তিন রানের মধ্যে আউট হয়ে ফেরেন তিনে নামা তাওহীদ হৃদয়। এরপর নাজমুল হোসেন শান্ত ও মিরাজ দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। 

দুজনের জুটি থেকে আসে ২১৫ রান। সেঞ্চুরি পূর্ণ করেন দুজনই। ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হয়ে যান মিরাজ। তাঁর ইনিংসে ৭ চার ও ৩ ছক্কা। শান্ত অবশ্য রান আউট হয়েছেন ১০৪ রানে। ১০৫ বলের ইনিংসে তিনি ৯ চার ও ২ ছক্কা মেরেছেন। 

তবে বাংলাদেশের ইনিংস বড় হওয়ার পেছনে কৃতিত্ব সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। দুজনের দুটি ক্যামিং ইনিংস আফগানদের সামনে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। রান আউট হওয়ার আগে এক ছক্কা ও এক চারে ২৫ রান করেন মুশফিক। 

সাকিবও কম যাননি। ১৮ বলে বাংলাদেশ অধিনায়কের অপরাজিত ইনিংসটি ৩২ রানের। ১৭৭.৭৮ স্ট্রাইক রেটের ইনিংসে চার ছক্কা ও এক চার। শেষ দিকে ব্যাটিংয়ের সুযোগ পেলেও অভিষেক রাঙ্গিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। ছক্কা মেরে ইনিংস শুরু করেন তিনি। রান আউট হওয়ার আগে ৬ বলে ১১ রান করেন। এদিন সুবিধা করতে পারেনি আফগান বোলিং আক্রমণ। ফজলহক ফারুকী ৬ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূণ্য থেকেছেন। রশিদ খানও ১০ ওভারে ৬৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত