Ajker Patrika

‘খেলার নৈতিকতা কি শুধু ভারতকেই মানতে হবে’

‘খেলার নৈতিকতা কি শুধু ভারতকেই মানতে হবে’

সামাজিকমাধ্যমে কোনো কিছু নিয়ে উপহাস করার অভ্যাস গৌতম গম্ভীরের অনেক পুরনো। কোনো আলোচিত ঘটনা নিয়ে মন্তব্য করতে খুব একটা দেরী করেন না তিনি। লর্ডসের বহুল চর্চিত জনি বেয়ারস্টোর আউট নিয়েও সমালোচনা করেছেন গম্ভীর।

গতকাল ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। ইংল্যান্ডের ইনিংসের ৫২ তম ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন নন-স্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। এই সুযোগ কাজে লাগিয়ে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। তৃতীয় আম্পায়ার রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন।

বেয়ারস্টোর এমন আউটে সামাজিকমাধ্যম হয়ে ওঠে সরগরম। তাতে একটু বাড়তি মাত্রা যোগ করেন গম্ভীর। ক্যারির এমন চালাকি করায় অস্ট্রেলিয়ার স্পিরিট অব গেইম (খেলার নৈতিকতা) নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি (গম্ভীর)। ভারতীয় এই ব্যাটার বোঝাতে চেয়েছেন, ভারত এমন কিছু করলে সমালোচনার মাত্রা বেশি হতো। অস্ট্রেলিয়া দলকে তিনি ‘স্লেজার’ বলে সম্বোধন করেছেন। ভারতের বিশ্বকাপজয়ী এই ব্যাটার টুইট করেন, ‘হেলো স্লেজার। স্পিরিট অব দ্য গেইমের যুক্তি আপনাদের সঙ্গে যাবে? নাকি শুধু এটা ভারতের বেলাতেই হবে?’

বেন স্টোকসও আকার ইঙ্গিতে বেয়ারস্টোর আউট নিয়ে অস্ট্রেলিয়ার দিকে প্রশ্ন তুলেছেন। ক্যারির মতো অমন চালাকি তিনি (স্টোকস) করতেন না বলে জানিয়ে দিয়েছেন। প্যাট কামিন্সও এই আউটকে যৌক্তিক মনে করছেন। পঞ্চম দিন উত্তপ্ত হওয়ার ম্যাচ বেশ জমে উঠেছিল মাঠের লড়াইয়েও। শেষ পর্যন্ত ৪৩ রানের জয় পায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের অ্যাশেজে অজিরা এখন ২-০ ব্যবধানে এগিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত