Ajker Patrika

৪৬ বছর পর যে কীর্তি গড়লেন পাকিস্তানি লেগ স্পিনার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭: ২১
৪৬ বছর পর যে কীর্তি গড়লেন পাকিস্তানি লেগ স্পিনার

মুলতানে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট সাদা পোশাকে আবরার আহমেদের প্রথম ম্যাচ। অভিষেক টেস্টেই করলেন বাজিমাত। ৪৬ বছর পর নতুন এক রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানি এই লেগস্পিনার।

ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করে আবরারের উইকেট নেওয়া শুরু। এরপর হাফ সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে লেগবিফোরের ফাঁদে ফেলেছেন আবরার। একে একে জো রুট, ওলি পোপ, হ্যারি ব্রুক—এই পাঁচ ব্যাটারকে লাঞ্চের আগেই ড্রেসিংরুমের পথ দেখান পাকিস্তানি এই লেগস্পিনার। তাতে অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেটের ৫টিই নিলেন তিনি। অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট নেওয়া সপ্তম বোলার হলেন আবরার। সর্বশেষ ভারতের বিপক্ষে ১৯৭৬ সালে এমন কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার জন লেভার। 

অভিষেক টেস্টেই প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নেওয়া

১। আবরার আহমেদ (পাকিস্তান) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৯ ডিসেম্বর, ২০২২ 
২। জন লেভার (ইংল্যান্ড) প্রতিপক্ষ: ভারত: ১৭ ডিসেম্বর, ১৯৭৬ 
৩। লেস্টার কিং (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ভারত; ১৩ এপ্রিল, ১৯৬২ 
৪। আলফ ভ্যালেন্টাইন (ওয়েস্ট ইন্ডিজ) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৮ জুন, ১৯৫০ 
৫। ফেন ক্রেসওয়েল (নিউজিল্যান্ড) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ১৩ আগস্ট, ১৯৪৯ 
৬। জর্জ ফিনলে বিসেট (দক্ষিণ আফ্রিকা) প্রতিপক্ষ: ইংল্যান্ড; ৩১ ডিসেম্বর, ১৯২৭ 
৭। বিল লকউড (ইংল্যান্ড) প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ১৭ জুলাই, ১৮৯৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত