Ajker Patrika

জ্যোতিদের বিশ্বকাপে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা

জ্যোতিদের বিশ্বকাপে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি কার্যক্রমের অংশ হিসেবে নতুন সফটওয়্যার চালু করেছে আইসিসি। নেতিবাচক কনটেন্ট থেকে ক্রিকেট সম্প্রদায় ও ক্রিকেটারদের ব্যক্তিগত মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

শারজায় আজ থেকে শুরু হয়েছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১১৭ রান করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এই বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় সরে গেছে আরব আমিরাতে। 

বিশ্বকাপে নতুন সফটওয়্যার ব্যবহারের বিষয়টি আজ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে আইসিসি। এই সফটওয়্যারের কাজ হলো, ক্রিকেটের জন্য একটি স্বাস্থ্যকর সম্প্রদায় তৈরি করা। আইসিসি জানিয়েছে, এরই মধ্যে ৬০ জনের বেশি খেলোয়াড় এই পদ্ধতি ব্যবহার শুরু করেছেন। 

এর জন্য গোবাবল নামে যুক্তরাজ্যের এক সফটওয়্যার কোম্পানিকে নিযুক্ত করেছে আইসিসি। যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মানুষের সংযোগে আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম—ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ব্যবহার করবেন, তাদের মন্তব্য তদারকি ও সহনীয় করে তুলবে গোবাবল। 

নতুন সফটওয়্যার চালুর বিষয়ে আইসিসি ডিজিটালের প্রধান ফিন ব্রাডশ বলেছেন, ‘আমরা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত অংশগ্রহণকারী এবং ভক্তদের জন্য একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য নিবেদিত, অনেক খেলোয়াড় এবং দল আমাদের নতুন উদ্যোগকে গ্রহণ করেছে দেখে দারুণ লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত