ক্রীড়া ডেস্ক
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
১, ৩ ও ৮—সংখ্যা তিনটি আর কিছুই নয়, ইমরুল কায়েসের পেশাদার ক্রিকেটে সর্বশেষ তিন ইনিংসের রান। এক অঙ্কের গণ্ডি পেরোতেই যেন হিমশিম খেতে থাকেন তিনি। অবশেষে ফর্মহীনতায় ভুগতে থাকা ইমরুল করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ইমরুল নেতৃত্ব দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের হয়ে ওপেনিংয়ে নেমেছেন ইমরুল। রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে বেশ ধুঁকতে থাকে মোহামেডান। ১৮.২ ওভারে ৩ উইকেটে ৫২ রান হয়ে যায় দলটির। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে খেলতে থাকেন ইমরুল। ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল ইসলামের সঙ্গে মিলে দলের হাল ধরেছেন মোহামেডান অধিনায়ক। ফিফটি ইমরুল তুলে নিয়েছেন ৭৫ বলে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১১৯ বলে পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে আরিফুলের সঙ্গে ১৭৬ রানের জুটি গড়তে অবদান রাখেন ইমরুল। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রান করে আউট হয়েছেন মোহামেডানের অধিনায়ক।
ইমরুলের মতো সেঞ্চুরি করেছেন আরিফুলও। ১০৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আরিফুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৬ রান করেছে মোহামেডান। রান তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এখনো পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে দলটির স্কোর শূন্য। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুনকে ইনিংসের পঞ্চম বলে বোল্ড করেন আবু হায়দার রনি। ব্যাটিং করছেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন এবং মাহফিজুল ইসলাম রবিন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে